TRENDING:

রাস্তায় রাখা ফ্রিজ, খাবার পাবে গরীবরা!

Last Updated:

প্রোমোশন যে শুধু নিজের লাভের জন্য নয়, তা বুঝিয়ে দিলেন কেরালার কোচি এলাকার এক রেস্টুরেন্ট মালিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি: প্রোমোশন যে শুধু নিজের লাভের জন্য নয়, তা বুঝিয়ে দিলেন কেরালার কোচি এলাকার এক রেস্টুরেন্ট মালিক ৷ নিজের রেস্টুরেন্টের প্রোমোশনের সঙ্গে সঙ্গে গরীবদের কথাও ভাবলেন কোচির মিনু পাউলাইন ৷ গরীবদের কথা ভেবেই নিজের রেস্টুরেন্ট ‘পাপ্পাডাভাদা’র সামনে বসিয়ে দিলেন পাবলিক ফ্রিজ !
advertisement

মিনু জানিয়েছেন, ‘আমাদের রেস্টুরেন্টে অনেকেই আসেন, যাঁরা অনেক সময়ই বেশিমাত্রায় খাবার অর্ডার করে খেতে পারেন না ৷ ফলে, সেই খাবার গুলো নষ্ট হয় ৷ তাই এই পাবলিক ফ্রিজে সেই খাবার গুলো রেখে দিলে গরীবরা এই খাবার খেতে পারবেন ৷ আর এরজন্য কোনও টাকাও দিতে হবে না ৷ ’ মিনুর কথায়, শুধু রেস্টুরেন্টের খাবার নয় ৷ কেউ ইচ্ছে করলে গরীবদের কথা ভেবে খাবারও এই ফ্রিজে রেখে দিতে পারেন ৷ এমনকী, বাড়িতে বেচে যাওয়া খাবারও রাখা যেতে পারে এই ফ্রিজে !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় রাখা ফ্রিজ, খাবার পাবে গরীবরা!