TRENDING:

রাস্তায় ভাসছে তরমুজ! গরমের সেরা ফলের এমন দশার কেন হল? জানুন

Last Updated:

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যখন খর রৌদ্রে জ্বলে যাচ্ছে, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রকৃতির খামখেয়ালিপনা ক্রমশ বাড়ছে। কোথাও প্রচণ্ড গরমে তেতে উঠছে জমি, কোথাও বর্ষা আসার আগেই এমন বৃষ্টি হচ্ছে যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
রাস্তায় ভাসছে তরমুজ! গরমের সেরা ফলের এমন দশার কেন হল? জানুন
রাস্তায় ভাসছে তরমুজ! গরমের সেরা ফলের এমন দশার কেন হল? জানুন
advertisement

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যখন খর রৌদ্রে জ্বলে যাচ্ছে, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশে। ওই রাজ্যে মে মাসের শুরুতে এমন বৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। এতদিন এমন পরিস্থিতি কখনও দেখেননি স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক দিনে ভালই বৃষ্টি হয়েছে সে রাজ্যে নানা জেলায়। গত সোমবার দুপুরে বৃষ্টি হয়েছে সিওনি জেলার বিভিন্ন এলাকায়। যদিও একটানা দাবদাহের পর বৃষ্টি আসায় বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন মানুষ। কিন্তু বৃষ্টি এমনই যে কোনও কোনও এলাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

advertisement

বৃষ্টির সময়ের একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিওনি জেলার ছাপড়া ব্লকের চামারি গ্রামের বাজারে বৃষ্টি নেমেছে। অসময়ে বৃষ্টি হলেও তার দাপট এতটাই প্রবল যে রাস্তার উপর দিয়ে জলস্রোত বইতে শুরু করে। বাজারে তরমুজের পসরা সাজিয়ে বসেছিলেন কিছু মহিলা। বৃষ্টির দাপটে তরমুজের স্তূপ ভেঙে পড়ে। রাস্তার জলের ভাসতে ভাসতে গড়িয়ে যায়।

advertisement

গত কয়েকদিন ধরে রাজধানী ভোপাল-সহ মধ্যপ্রদেশের বহু জায়গায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গরম থেকে সাময়িক মুক্তি মিললেও, এই অকাল বৃষ্টির কুফল দেখা যাবে অন্যত্র, মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জানা গিয়েছে, প্রবল বর্ষণে চামারি গ্রামের রাস্তার পাশের একটি দোকানে সাজিয়ে রাখা তরমুজ ভেসে গিয়েছে। বৃষ্টির দাপট এতটাই বেশি ছিল যে, রাস্তায় জলস্রোত বইতে থাকে। সেই স্রোতেই অনেক দূর পর্যন্ত ভেসে যায় তরমুজের পসরা। সেই ঘটনার ভিডিও-ই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, একের পর এক তরমুজ ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে আর দুই মহিলা বৃষ্টি ভিজে ভিজেই সেগুলি জড়ো করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু জলের স্রোত এক বেশি যে রাস্তার ঢাল বেয়ে তরমুজগুলি বেরিয়ে যাচ্ছে তাঁদের নাগালের বাইরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় ভাসছে তরমুজ! গরমের সেরা ফলের এমন দশার কেন হল? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল