পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যখন খর রৌদ্রে জ্বলে যাচ্ছে, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশে। ওই রাজ্যে মে মাসের শুরুতে এমন বৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। এতদিন এমন পরিস্থিতি কখনও দেখেননি স্থানীয় বাসিন্দারা।
গত কয়েক দিনে ভালই বৃষ্টি হয়েছে সে রাজ্যে নানা জেলায়। গত সোমবার দুপুরে বৃষ্টি হয়েছে সিওনি জেলার বিভিন্ন এলাকায়। যদিও একটানা দাবদাহের পর বৃষ্টি আসায় বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন মানুষ। কিন্তু বৃষ্টি এমনই যে কোনও কোনও এলাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।
advertisement
বৃষ্টির সময়ের একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিওনি জেলার ছাপড়া ব্লকের চামারি গ্রামের বাজারে বৃষ্টি নেমেছে। অসময়ে বৃষ্টি হলেও তার দাপট এতটাই প্রবল যে রাস্তার উপর দিয়ে জলস্রোত বইতে শুরু করে। বাজারে তরমুজের পসরা সাজিয়ে বসেছিলেন কিছু মহিলা। বৃষ্টির দাপটে তরমুজের স্তূপ ভেঙে পড়ে। রাস্তার জলের ভাসতে ভাসতে গড়িয়ে যায়।
গত কয়েকদিন ধরে রাজধানী ভোপাল-সহ মধ্যপ্রদেশের বহু জায়গায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গরম থেকে সাময়িক মুক্তি মিললেও, এই অকাল বৃষ্টির কুফল দেখা যাবে অন্যত্র, মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি
জানা গিয়েছে, প্রবল বর্ষণে চামারি গ্রামের রাস্তার পাশের একটি দোকানে সাজিয়ে রাখা তরমুজ ভেসে গিয়েছে। বৃষ্টির দাপট এতটাই বেশি ছিল যে, রাস্তায় জলস্রোত বইতে থাকে। সেই স্রোতেই অনেক দূর পর্যন্ত ভেসে যায় তরমুজের পসরা। সেই ঘটনার ভিডিও-ই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, একের পর এক তরমুজ ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে আর দুই মহিলা বৃষ্টি ভিজে ভিজেই সেগুলি জড়ো করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু জলের স্রোত এক বেশি যে রাস্তার ঢাল বেয়ে তরমুজগুলি বেরিয়ে যাচ্ছে তাঁদের নাগালের বাইরে।