আরও পড়ুন- ছাতা রাখুন সঙ্গে, আর কিছু পরেই প্যাচপেচে গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি!
advertisement
অন্যদিকে, শনিবার রাতে গুজরাতের আকাশেও আগুনের একটি বড় গোলা দেখা গিয়েছে। আগুনের গোলার মতোই এই বস্তুটি আকাশকে আলোকোজ্জ্বল করে তুলেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কচ্ছ, জামনগর এবং সৌরাষ্ট্রের অন্যান্য অংশ থেকে মধ্য গুজরাটের ভাদোদরা পর্যন্ত এবং দক্ষিণ গুজরাতের কিছু অংশের মানুষও এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্মী হয়েছেন। বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, বস্তুটি মহাকাশের ধ্বংসাবশেষ বা উল্কা হতে পারে। ওই ধ্বংসাবশেষ নিয়ে পরীক্ষা করার পরেই তা শনাক্ত করা যেতে পারে। উজ্জয়িনীর ৩০০ বছরের পুরনো জিওয়াজি অবজারভেটরির সুপারিনটেনডেন্ট রাজেন্দ্র গুপ্ত বলেন, “দেখে উল্কাপিণ্ড বলেই মনে হচ্ছে। ফলে উল্কা পতন সাধারণ বিষয়।”
আরও পড়ুন- রবিবারে আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম! ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির মূল্য
সাধারণত ‘শুটিং স্টার’ নামে পরিচিত উল্কা হল এমন এক মহাজাগতিক বস্তু, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে প্রবেশ করে এবং উল্কাপাত নামে এক আলোর রেখার ঝরনা তৈরি করে।