TRENDING:

M K Stalin | Viral Video: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও

Last Updated:

শনিবার এমনই একটি মহিলা যাত্রী ভরা সরকারি বাসে উঠে পড়েন মুখ্যমন্ত্রী (M K Stalin | Viral Video)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: তামিলনাড়ুর শহরগুলির সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করার সুবিধা পান। সেই মহিলা যাত্রীদেরই এবার চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) এম কে স্তালিন (M K Stalin)। শনিবার এমনই একটি মহিলা যাত্রী ভরা সরকারি বাসে উঠে পড়েন মুখ্যমন্ত্রী (M K Stalin | Viral Video)। মহিলাদের সঙ্গে নানা বিষয়ের পাশাপাশি, বিশেষ জোর দেন যাতায়াতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে। চেন্নাইয়ের কন্নগিনগরের কাছে করোনার টিকাকরণ ক্যাম্প-কর্মসূচি দেখতে যাচ্ছিলেন এম কে স্তালিন (M K Stalin | Viral Video)। সেই সময় আচমকাই কনভয় থেকে নেমে মহিলাদের বাসে উঠে পড়েন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গে (M K Stalin | Viral Video)।
'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
advertisement

চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর গামী বাসে চড়ে বসেন মুখ্যমন্ত্রী স্তালিন। যাত্রীরা তাঁকে আচমকা এভাবে দেখে খানিকটা চমকেই যান। মহিলারা রাজ্য সরকারের এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে কী ভাবছেন, কী করণীয়, কী অসুবিধে রয়েছে তাঁদের-- এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্তালিনকে এভাবে কাছে পেয়ে ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেও ভিডিও-সহ একটি ট্যুইট করেছেন। তাঁর দফতরের তরফে ট্যুইট করা হয়।

advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, কনভয় থামিয়ে রাস্তা পার করে বাসে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। মহিলাদের সরকারি বাসে চেপে দীর্ঘ সময় তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। সকলেই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন এবং অভিবাদন জানান। সেলফিও তুলে রাখেন অনেকে। সারা দেশে রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়েছে এই ভিডিও। নিমেষে ভাইরাল হয়েছে এম কে স্তালিনের এমন ভিডিও।

advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেক সময়ই জনসংযোগে জোর দিতে এভাবে স্টান্ট করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নানা সময় চায়ের দোকানে, কনভয় থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এবার তেমনই জনসংযোগ করলেন এম কে স্তালিন।

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

আরও পড়ুন: উত্তরের মন ছুঁয়ে 'পশ্চিমে' পা মমতার, রাজ্য থেকে জাতীয় স্তরে 'উত্তরণের' পর্ব শুরু

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
M K Stalin | Viral Video: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল