চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর গামী বাসে চড়ে বসেন মুখ্যমন্ত্রী স্তালিন। যাত্রীরা তাঁকে আচমকা এভাবে দেখে খানিকটা চমকেই যান। মহিলারা রাজ্য সরকারের এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে কী ভাবছেন, কী করণীয়, কী অসুবিধে রয়েছে তাঁদের-- এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্তালিনকে এভাবে কাছে পেয়ে ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেও ভিডিও-সহ একটি ট্যুইট করেছেন। তাঁর দফতরের তরফে ট্যুইট করা হয়।
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, কনভয় থামিয়ে রাস্তা পার করে বাসে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। মহিলাদের সরকারি বাসে চেপে দীর্ঘ সময় তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। সকলেই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন এবং অভিবাদন জানান। সেলফিও তুলে রাখেন অনেকে। সারা দেশে রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়েছে এই ভিডিও। নিমেষে ভাইরাল হয়েছে এম কে স্তালিনের এমন ভিডিও।
রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেক সময়ই জনসংযোগে জোর দিতে এভাবে স্টান্ট করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নানা সময় চায়ের দোকানে, কনভয় থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এবার তেমনই জনসংযোগ করলেন এম কে স্তালিন।
আরও পড়ুন: উত্তরের মন ছুঁয়ে 'পশ্চিমে' পা মমতার, রাজ্য থেকে জাতীয় স্তরে 'উত্তরণের' পর্ব শুরু