এরকমই এক ঘটনায় কথা সামনে এনেছেন দ্বারভাঙার এক ব্যক্তি ৷ তিনি তাঁর বাড়িতে সাপ বাস করছে জেনে এক সাপুড়েকে ডেকে আনে ৷তাকে শঙ্করপুর থেকে ডেকে আনা হয় ৷ সে এসে সাপ উদ্ধার করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ একটি বিষধর সাপিনী একাই বাস করছিল তা নয় ৷ তার সঙ্গে ছোট বাচ্চারাও ছিল ৷ আর কটা বাচ্চা সাপ ছিল সেটা শুনলেও শিউড়ে উঠতে হবে ৷ তা হল ৩৪ টি ৷ বাড়ির উঠোনের টাইলসের নিচে লুকিয়ে ছিল সাপগুলি ৷ দেখে নিন সেই শিউড়ে ওঠার মতো ছবি ৷
advertisement
Location :
First Published :
May 20, 2020 3:00 PM IST