TRENDING:

WATCH | Viral Video: দিনেদুপুরে ফ্ল্যাটের দোরগোড়ায় এসে পর পর গুলি! ভয়ঙ্কর কাণ্ড দিল্লিতে, ভাইরাল ভিডিও

Last Updated:

তবে কেউ সাড়া না দেওয়ায় একজন সিদ্দিকির দরজা লক্ষ্য করে পর পর ২টো গুলি ছোড়ে। তারপর নিচের তলায় নেমে, রেলওয়ে আন্ডারপাস এবং ভোগল মার্কেটের দিকে পালানোর আগে ফের তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিনেদুপুরে দোরগোড়ায় এসে পর পর গুলি৷ এমন ভিডিও দেখলে যে কারও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য৷ তা-ও আর কোথাও নয়, খোদ রাজধানীতে ঘটেছে এই ঘটনা৷ মুখোশধারী ওই দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ৷
advertisement

দক্ষিণ-পূর্ব দিল্লির সিদ্ধার্থ নগরের সানলাইট কলোনি থানার একটি বহুতলের দোতলায় থাকেন সোহেল সিদ্দিকি নামের এক ব্যক্তি৷ সোহেল পেশায় একজন হিপনোথেরাপিস্ট৷ রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ, তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে এসে পর পর গুলি চালায় ২ মুখোশধারী ব্যক্তি৷ গোটা ঘটনাযই ধরা পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে৷ ঘটনার এই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

আরও পড়ুন: শাড়ির সেল নাকি কল তলার ঝগড়া! চুলের মুঠি ধরে চুলোচুলি ২ মহিলার, দেখুন ভাইরাল সেই ভিডিও

যদিও ঘটনার সময় সোহেলের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ তবে দিনেদুপুরে এই ভাবে একটা বহুতলে ঢুকে গুলি চালনার ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা৷

এক পুলিশ আধিকারিক জানান, "রবিবার সকাল সাড়ে ৭টায় সোহেল সিদ্দিকির বাড়ির বাইরে গুলি চালানোর খবর পাওয়া যায়, এরপর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়৷"

advertisement

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হামলাকারীরা হিপনোথেরাপিস্টের ফ্ল্যাটের দরজায় দুটি গুলি ছুড়েছে৷ তার পর বিল্ডিং থেকে বের হওয়ার সময় নীচের তলায় থাকা আরেকটি বাড়ির জানালাতেও আবার তিনটি গুলি ছোড়ে।

পুলিশকর্তার মতে, সিসিটিভি ফুটেজ দেখে যতদবর বোঝা যাচ্ছে, ওই দুই হামলাকারী পায়ে হেঁটে এসে প্রথমে দোতলায় চলে যায়, যেখানে তারা প্রথমে দরজায় ধাক্কা দেয়।

advertisement

আরও পড়ুন: ঘরের কোন দিকে রাখেন সাত ঘোড়ার এই ছবি? ঠিক দিকে রাখলে জীবন সুখ-ধন-সম্পত্তি, নাহলে...

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে কেউ সাড়া না দেওয়ায় একজন সিদ্দিকির দরজা লক্ষ্য করে পর পর ২টো গুলি ছোড়ে। তারপর নিচের তলায় নেমে, রেলওয়ে আন্ডারপাস এবং ভোগল মার্কেটের দিকে পালানোর আগে ফের তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

বাংলা খবর/ খবর/দেশ/
WATCH | Viral Video: দিনেদুপুরে ফ্ল্যাটের দোরগোড়ায় এসে পর পর গুলি! ভয়ঙ্কর কাণ্ড দিল্লিতে, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল