TRENDING:

নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নয়, একবছর আগেই কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে বলেছিলাম : মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নোট বাতিল নিয়ে মুখ খুললেন মোদি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান,
advertisement

নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নয়। কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে বলা হয়। একবছর আগেই জমা দিতে বলেছিলাম। অনেকে ভেবেছিলেন, মোদি অন্যদের মতো! সেকারণে অনেকেই কালো টাকা জমা দেননি!

২০১৬ সালের ৮ নভেম্বর। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৫৫ মিনিটের ভাষণ। গোটা দেশ তোলপাড়। ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের। রাতারাতি সাদা কাগজে পরিণত হয় দেশের মানুষের পকেটে ও ঘরে থাকা বড় নোট ৷ এটিএম, ব্যাঙ্কেও বসে নিয়ন্ত্রণ। প্রতিশ্রুতি, মাত্র ৫০ দিনের মধ্যে কালো টাকা মুক্ত হবে অর্থনীতি।

advertisement

৫০ দিনের মধ্যে মধ্যপ্রদেশ-ছত্তিশগড় থেকে প্রকাশ্যে আসে প্রায় ১৫ কোটি কালো টাকা। এরমধ্যে আয়কর বিভাগ বাজেয়াপ্ত করে ৫ কোটি টাকা ৷ পাশাপাশি দুটি রাজ্যে পুলিশ প্রায় ১২টি মামলায় ১০ কোটি টাকা উদ্ধার করে ৷

নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে কালো টাকা উদ্ধারে চিরুনি তল্লাশি চালায় আয়কর বিভাগ, অপরাধদমন শাখা। বিমানবন্দরে তল্লাশিতে বসে বডি স্ক্যানার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় প্রচুর সংখ্যক নতুন ও পুরনো নোট।

advertisement

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ইনকাম ট্যাক্স, সিবিআই, দুর্নীতিদমন শাখা একযোগে অভিযান চালায় দেশ জুড়ে। কখনও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক, কখনও ব্যবসায়ী, কখনও হাওয়ালা কারবারির কাছ থেকে উদ্ধার হয় কোটি কোটি হিসাব বহির্ভূত টাকা।

৮ নভেম্বর, ২০১৭ ! ঐতিহাসিক সেই সিদ্ধান্তের বর্ষপূর্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ১২৫ কোটি ভারতীয়কে ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ট্যুইটে জানান, দুর্নীতি ঠেকাতে এবং কালো টাকার বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশের মানুষ সমর্থন করায়, তাঁদের কুর্নিশ জানাই।

advertisement

আরও পড়ুন- ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পরেই রাম মন্দির নিয়ে সিদ্ধান্ত’’ মোদি

বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নয়, একবছর আগেই কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে বলেছিলাম : মোদি