TRENDING:

Waqf Bill Parliament: আজই লোকসভায় সংশোধনী ওয়াকফ বিল, পেশের পরে ৮ ঘণ্টা আলোচনার সুযোগ, পক্ষে কারা বিপক্ষেই বা কে? হুইপ জারি

Last Updated:

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ অগস্ট লোকসভায় প্রথম বিলটি পেশ করা হয়েছিল। পরে জগদম্বীকা পালের নেতৃত্বে যৌথ সংসদীয় কমিটি বিলটি পর্যালোচনা করে। ৩১ জানুয়ারি কমিটি তার রিপোর্ট তুলে দেয় স্পিকারের কাছে। ১৩ ফেব্রুয়ারি উভয় সদনে কমিটির রিপোর্ট পেশ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ, বুধবার লোকসভায় পেশ করা হবে ওয়াক্‌ফ (সংশোধনী) বিল, ২০২৪৷ বিলটি পেশের পরে ৮ ঘণ্টার সময়সীমা রাখা হয়েছে আলোচনার জন্য। সরকারপক্ষ চাইছে বিলটি আজই লোকসভায় পাশ হয়ো যাক। আর তাই ইতিমধ্যেই নিজেদের শরিক দলগুলির সঙ্গে ভোটাভুটির বিষয়ে সহমত আদায় করেছে বিজেপি। তিন লাইন হুইপ জারি করা হয়েছে সব বিজেপি সাংসদদের উপস্থিত থাকার জন‍্য। আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে বিলটি।
News18
News18
advertisement

বিলটি নিয়ে আলোচনার সুযোগ ছাড়তে নারাজ বিরোধীরাও। গত মঙ্গলবারই সন্ধ্যায় বিরোধীদলগুলি নিজেদের মধ‍্যে আলোচনা সেরে নিয়েছে আজকের বিষয়ে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ প্রায় সবকটি বিরোধী রাজনৈতিক দলই তাদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে। শাসকদল এবং বিরোধী জোট ইন্ডিয়া—কোনও পক্ষই আপসের পথে হাঁটতে রাজি নয়। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে।

advertisement

লোকসভায় বিলটি পাশ করাতে ২৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপির সাংসদ সংখ্যা ২৪০, জেডিইউ-এর ১২ আর টিডিপির ১৬। এ ছাড়াও লোকসভায় চিরাগের দলের পাঁচ জন এবং শিণ্ডে সেনার সাত জন সাংসদ রয়েছেন। শরিকদের সমর্থন নিশ্চিত হলে এবং বড় কোনও অঘটন না ঘটলে অনায়াসেই বিলটি লোকসভায় পাশ করাতে পারবে এনডিএ শিবির।

advertisement

আরও পড়ুন: বিস্ফোরণে বলি চার চারটে বাচ্চা! কী ভাবে চলছিল বাজি কারখানা? লাইসেন্স ছিল? নবান্নে জমা পড়ল পাথরপ্রতিমা কাণ্ডের রিপোর্ট

বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি-সহ সবকটি বিরোধী দল জোটবদ্ধ হয়ে আসরে নেমেছে। ফলে আজ রাত পর্যন্ত চলা আলোচনা যথেষ্টই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ অগস্ট লোকসভায় প্রথম বিলটি পেশ করা হয়েছিল। পরে জগদম্বীকা পালের নেতৃত্বে যৌথ সংসদীয় কমিটি বিলটি পর্যালোচনা করে। ৩১ জানুয়ারি কমিটি তার রিপোর্ট তুলে দেয় স্পিকারের কাছে। ১৩ ফেব্রুয়ারি উভয় সদনে কমিটির রিপোর্ট পেশ করা হয়।

বিলের প্রধান প্রস্তাবিত পরিবর্তনসমূহ:

•ওয়াক্‌ফ বোর্ডের গঠন: বিলে ওয়াক্‌ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে অমুসলিমদের নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারগুলিকে তাদের রাজ্যের ওয়াক্‌ফ বোর্ডে অন্তত দুজন অমুসলিম সদস্য নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।

advertisement

•সম্পত্তি বিরোধ নিষ্পত্তি: জেলা কালেক্টরকে বিতর্কিত সম্পত্তি ওয়াক্‌ফ সম্পত্তি কিনা তা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে, যা আগে ওয়াক্‌ফ ট্রাইব্যুনালের এক্তিয়ার ছিল।

•“ব্যবহার দ্বারা ওয়াক্‌ফ” ধারণা বিলোপ: বিলটি “ব্যবহার দ্বারা ওয়াক্‌ফ” ধারণাটি বাতিল করার প্রস্তাব করে, আগে যা নির্দিষ্ট সম্পত্তিকে ওয়াক্‌ফ হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি উপায় ছিল।

•কেন্দ্রীয় ডাটাবেসে নিবন্ধন: প্রত্যেকটি ওয়াক্‌ফ সম্পত্তিকে আইনের কার্যকর হওয়ার ছ’মাসের মধ্যে কেন্দ্রীয় ডাটাবেসে তুলতে করতে হবে।

আরও পড়ুন: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে…’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) সহ বিভিন্ন মুসলিম সংগঠন সংসদ সদস্যদের এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। যদিও সরকারের দাবি, এই বিলটি ওয়াক্‌ফ সম্পত্তির প্রশাসন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর জন্য আনা হয়েছে এবং এটি পুরনো আইনের ত্রুটিগুলি দূর করবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Waqf Bill Parliament: আজই লোকসভায় সংশোধনী ওয়াকফ বিল, পেশের পরে ৮ ঘণ্টা আলোচনার সুযোগ, পক্ষে কারা বিপক্ষেই বা কে? হুইপ জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল