TRENDING:

যত তাড়াতাড়ি সম্ভব ককপিটে ফিরতে চাই, চিকিৎসকদের কাছে আর্জি অভিনন্দনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শত্রুঘাঁটি থেকে দেশে ফিরেছেন সদ্য। এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসাধীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দু'দিন ধরেই চলছে তাঁর মেডিক্যাল পরীক্ষা। দিল্লি সেনা হাসপাতাল সূত্রে খবর, অভিনন্দনের মেরুদণ্ড ও পাঁজরে রয়েছে আঘাতের চিহ্ন ৷ চিকিৎসকদের অনুমান মিগ থেকে ঝাঁপ দেওয়ার পরই আঘাত লাগে অভিনন্দনের ৷
advertisement

চিকিৎসকদের মতে এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না অভিনন্দন কিন্তু বায়ুসেনা সূত্রের খবর খুব শীঘ্রই বিমানের ককপিটে ফিরতে চান কমান্ডার। সিনিয়র বায়ুসেনা অফিসারদের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যে তিনি আবারও যুদ্ধবিমান চালাতে চান ।

ভারতের সামরিক ইতিহাসে অভিনন্দন হলেন প্রথম পাইলট যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছেন ।

এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণের অধীনে রয়েছেন তিনি ও সিনিয়র অফিসরদের মতে সবরকমের চেষ্টা করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি আবারও নিজের কাজে ফিরে যেতে পারেন তিনি ।

advertisement

দেশ জুড়ে নতুন হিড়িক ‘অভিনন্দন গোঁফ’, জানেন এই গোঁফের নাম কি ? কোথা থেকে এল?

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

গতকালই তিনি জানিয়েছিলেন পাকিস্তানে শারীরিকভাবে না হলেও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন । প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ও এয়ার চিফ মার্শাল বিএস ধন্নোর সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছিলেন তিনি । তবে সবকিছুর মধ্যেই এই আর্জি জানিয়ে আরও একবার নিজের দৃঢ় মনোভাবের পরিচয় দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
যত তাড়াতাড়ি সম্ভব ককপিটে ফিরতে চাই, চিকিৎসকদের কাছে আর্জি অভিনন্দনের