চিকিৎসকদের মতে এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না অভিনন্দন কিন্তু বায়ুসেনা সূত্রের খবর খুব শীঘ্রই বিমানের ককপিটে ফিরতে চান কমান্ডার। সিনিয়র বায়ুসেনা অফিসারদের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যে তিনি আবারও যুদ্ধবিমান চালাতে চান ।
ভারতের সামরিক ইতিহাসে অভিনন্দন হলেন প্রথম পাইলট যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছেন ।
এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণের অধীনে রয়েছেন তিনি ও সিনিয়র অফিসরদের মতে সবরকমের চেষ্টা করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি আবারও নিজের কাজে ফিরে যেতে পারেন তিনি ।
advertisement
দেশ জুড়ে নতুন হিড়িক ‘অভিনন্দন গোঁফ’, জানেন এই গোঁফের নাম কি ? কোথা থেকে এল?
গতকালই তিনি জানিয়েছিলেন পাকিস্তানে শারীরিকভাবে না হলেও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন । প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ও এয়ার চিফ মার্শাল বিএস ধন্নোর সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছিলেন তিনি । তবে সবকিছুর মধ্যেই এই আর্জি জানিয়ে আরও একবার নিজের দৃঢ় মনোভাবের পরিচয় দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।