দেশ জুড়ে নতুন হিড়িক ‘অভিনন্দন গোঁফ’, জানেন এই গোঁফের নাম কি ? কোথা থেকে এল?
Last Updated:
advertisement
ভাবছেন এ আবার কী কাণ্ড ! হঠাৎ এত গোঁফের প্রসঙ্গ উঠল কেন ৷ ঘটনাটা হল, উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে গোটা দেশ জুড়ে উল্লাশ ৷ ট্রেন্ড এক্সপার্টরা বলছেন, গোটা দেশ নাকি খুব শীঘ্রই শুরু করবেন গোঁফ রাখা ৷ তাও আবার অবিকল অভিনন্দনের মতো গোঁফ ! সোশ্যাল নেটওয়ার্কেও ইতিমধ্যে এই গোঁফ নিয়ে নানা তল্লাশি শুরু ৷ গুগলেও লোকে খুঁজে চলছেন এই গোঁফের ইতিহাস ৷
advertisement
advertisement
advertisement
তবে এই গোঁফের আরও একটি নাম রয়েছে ৷ ‘গানস্লিংগার’। অনেক দক্ষিণ ভারতীয়ই এ ধরনের গোঁফ রাখেন। আর সেনাবাহিনীতে বাহারি গোঁফের তো আলাদা কদর রয়েছেই! স্টাইলিস্টরা মনে করছেন, অভিনন্দন এখন নিজেই এক ‘ব্র্যান্ড’। ভারতীয় পৌরুষের নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি। এবং তার মতো হতে চাওয়ার বাসনায় এখন তার মতো গোঁফ রাখারও হিড়িক পড়ে গিয়েছে।