TRENDING:

ডাক্তার হতে চেয়েছিল, দিল্লির হিংসা কেড়ে নিল প্রাণ ! শোকস্তব্দ এলাকা

Last Updated:

নিরীহ, নিস্পাপ কিশোরের এমন পরিণতি মানতে পারছেন না কেউই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সমস্ত রাস্তা গিয়ে আজ মিশেছে ইতমিনান আহমেদের বাড়ি ৷ উত্তর-পূর্ব দিল্লির ব্রহ্মপুরীতে শুনশান গোটা এলাকা ৷ বন্ধ সব দোকান, বন্ধ বাড়িরগুলোর জানলা দরজাও ৷ চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা ৷ মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভেঙে শোনা যাচ্ছে বুকভাঙা হাহকার ৷ এলাকার একটি বাড়ির সামনেই ভেঙে পড়েছে গোটা পাড়া ৷বৃহস্পতিবার এমনই দৃশ্য ইতমিনানের বাড়ির সামনে ৷ প্রায় শখানেক লোকের জমায়েত ৷ যথেষ্ট সংখ্যায় মোতায়েন পুলিশও ৷ কিন্তু এসব আয়োজনই শুধুমাত্র একটি শবযাত্রার জন্য ৷
advertisement

মেধাবী ছাত্র বছর পনেরোর কিশোর ইতমিনানের (নাম পরিবর্তিত) স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে ৷ কিন্তু মঙ্গলবার দুধ আনতে গিয়েই শেষ সব স্বপ্ন ৷ মঙ্গলবার সরাসরি মাথায় গুলি করা হয় ইতমিনান আহমেদকে ৷

সেদিন বিকেলে যখন সে বাড়ি থেকে বেরচ্ছিল তখনও বাড়ির লোক জানত না এর পর কী পরিণতি হতে চলেছে ৷ দুধ আনতে বেরিয়ে রাত অবধি ছেলে না ফেরায় বাড়ির লোক চিন্তায় পাগল পাগল ৷ অনেক জায়গায় খুঁজেও মেলে না হদিশ ৷ হঠাৎ এক অচেনা ব্যক্তি ফোন আসে আহমদের বাবা জানতে পারে সে হাসপাতালে ৷ যতক্ষণ বাড়ির লোক হাসপাতালে পৌঁছায় তখন সব শেষ ৷ রাত দুটোয় ডাক্তার ইতমিনানকে মৃত বলে ঘোষণা করেন ৷

advertisement

নিরীহ, নিস্পাপ কিশোরের এমন পরিণতি মানতে পারছেন না কেউই ৷ ইতমিনানের কাকা বলেন, ‘দিল্লি হিংসার দিন কী করে যে বাচ্চা ছেলেটা অশান্তির জায়গায় পৌঁছল বুঝতেই পারছি না ৷ ওর কী দোষ ছিল, সরাসরি মাথার খুলিতে গুলি করা হয়েছিল বাচ্চাটাকে ৷’ চোখের সামনে প্রাণবন্ত ছেলেটার এমন অবস্থা দেখে চোখের জল বাঁধ মানছে না কারোর ৷ কার দোষে ১৫ বছরের ছেলেটার প্রাণ গেল সেই প্রশ্ন এখন সকলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাকে নিয়ে এত কথা সেই ইতমিনান বৃহস্পতিবার দুপুর থেকে দুগজ মাটির নীচে নিশ্চিন্তে শুয়ে ৷ যার এখন সামনে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কথা, মৃত্যু তাঁকে অসময়েই ঘুমের কাঠি ছুঁয়েই আচমকায় জীবনে টেনেছে দাড়ি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ডাক্তার হতে চেয়েছিল, দিল্লির হিংসা কেড়ে নিল প্রাণ ! শোকস্তব্দ এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল