TRENDING:

জেএনইউ-এর দেওয়াল জুড়ে ‘ব্রাহ্মণ ভারত ছাড়ো’ স্লোগান, তুলকালাম দিল্লিতে, হচ্ছে তদন্ত

Last Updated:

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই জাতীয় স্লোগান লেখার ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিতর্কিত স্লোগান৷ আর সেই স্লোগান ঘিরেই তুলকালাম শুরু হল বিশ্ববিদ্যাবলয় ক্যাম্পাসে৷ ব্রাহ্মণ-সহ একাধিক সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক স্লোগান লেখা হয়েছে জেএনইউ ক্যাম্পাসে৷ অভিযোগ স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২-এর ভবনের দেওয়ালে এই স্লোগান লিখেছে একদল দুষ্কৃতী৷
advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই জাতীয় স্লোগান লেখার ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ঘটনার গভীরতা বুঝে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শান্তিশ্রী ডি পণ্ডিত৷ বিচ্ছিন্নতাবাদী চেতনার এমন প্রকাশের ঘটনার তীব্র বিরোধিতা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না৷ মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় সকলের৷’’

advertisement

আরও পড়ুন:রাতভর মাঠে-মাঠে ঘুরছেন বিডিও, চন্দ্রকোনায় হঠাৎ হল টা কী? চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস

ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন ও গ্রিভেন্স কমিটিকে এই বিষয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে৷ তাঁরা যত দ্রুত সম্ভব একটি রিপোর্ট উপাচার্যের কাছে জমা করবেন৷

advertisement

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, সেটিতে দেখা যাচ্ছে, দেওয়াল লেখা রয়েছে, ‘রক্ত বইবে’, ‘ব্রাহ্মণরা ভারত ছাড়ো’, ‘ব্রাহ্মণরা ক্যাম্পাস ছাড়ো’, ‘ব্রাহ্মণ ও বেনেরা, আমরা আপনাদের জন্য আসছি’৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় একাত্মতায় বিশ্বাসী, বিচ্ছিন্নতায় নয়৷ এই ধরনের হিংসাত্মক কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ্য করতে চান না৷ এর মধ্যে ঘটনা নিয়ে একটি ট্যুইট করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সমর্থনে তৈরি সংগঠন৷ তাঁরা ঘটনায় দায় চাপিয়েছে বামপন্থী সংগঠনগুলির উপরে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জেএনইউ-এর দেওয়াল জুড়ে ‘ব্রাহ্মণ ভারত ছাড়ো’ স্লোগান, তুলকালাম দিল্লিতে, হচ্ছে তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল