চলতি বছরের স্বাধীনতার দিবসেও সীমান্ত সংঘর্ষের কারণেই পাক সেনারা ওয়াঘা সীমান্তে ঈদের দিন ঐতিহ্যপূর্ণ মিষ্টি বিনিময়ের প্রথা বন্ধ করেছে বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনীর ৷ পাল্টা জবাবে ভারতও ওয়াঘা সীমান্তের দরজা বন্ধ রেখেছিল। এখনও সীমান্তে যুদ্ধ পরিস্হিতি জারি। কিন্তু নজিরবিহীন সৌজন্য দেখিয়ে ঈদের দিন পঞ্জাবের ওয়াঘা সীমান্তে ভারত-পাক সেনারা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করলেন এবার ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
advertisement
দু’দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করার লক্ষ্যে বহু বছর ধরে এই মিষ্টি বিনিময় প্রথা চলছিল৷ ঈদ, দীপাবলি ও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের পর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয় ৷ সেনাবাহিনীর শীর্ষ কর্তারা তাঁদের সরকারি পোশাকে ওয়াঘার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মিষ্টি বিতরণ করতেন৷ আবার পাক সেনারাও ভারতে এসে সেনাবাহিনীকে মিষ্টি খাওয়াতেন৷ গত কয়েক মাস ধরে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘণ করে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ বৈঠকেও মুখোমুখি হননি নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ। দুই দেশের রাষ্ট্রপ্রধানের চাপান-উতোর সম্পর্কের মধ্যেও সেনাবাহিনী ঈদের মিষ্টি বিনিময় করল এদিন।
