হ্যাঁ, এরকমই এক অবাক করা ভিডিও নিয়ে এখন উত্তাল ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে ৷
তা কী রয়েছে সেই ভিডিওতে?
ভিডিওটি একটি গভীর জঙ্গলের ৷ যেখানে এক চিতা একটি হরিণ শিকার করে এনেছে ৷ তবে সেই শিকার করা হরিণ খেতে গিয়েই বিপত্তি৷ কোথা থেকে উড়ে এসেছে এক ঝাঁক শকুন ৷ চিতাকে কিছুতেই হরিণ খেতে দিচ্ছে না ৷ অনেক চেষ্টা করেও শকুনের কাছে হার মানল চিতা ৷ হরিণ ছেড়েই পালিয়ে গেল ভিতু চিতা ৷ ব্যস, সুযোগ পেয়ে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল শকুনের দল ! তারপর যেন চড়ুইভাতি ৷
advertisement
তবে এবার কাহিনিতে ট্যুইস্ট ৷ একেবারে নায়কের মতো এন্ট্রি নিল এক সিংহ ৷ ঝাঁপিয়ে পড়ল শকুনের ওপর ৷ তারপর শিকার করা হরিণ নিয়ে একেবারে দে ছুট ! দেখুন কী কাণ্ড, কে করল শিকার, কে শেষমেশ খেয়ে ফেলল !
দেখুন সেই ভাইরাল ভিডিও----
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 5:35 PM IST