মহিলার ট্যাঙ্কে ওঠার খবর স্থানীয় লোকজন প্রশাসন ও পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ ও প্রশাসনকে ঘণ্টার পর ঘণ্টা হিমশিম খেতে হয়। কিছুতেই নিজের মত না মিললে নামতে রাজি হননি ওই মহিলা। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের বার বার অনুরোধ, উপরোধেও কাজ হয়নি। এই ভাবে দীর্ঘক্ষণ মহিলার নাটক চলতে থাকে। পরে দীর্ঘক্ষণ বোঝানো ও আশ্বাসের পর মনপ্রীত কৌর ট্যাঙ্ক থেকে কোনোক্রমে নামতে রাজি হন। পুরো বিষয়টি পারিবারিক সম্পত্তি বিরোধের জের থেকেই ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান।
advertisement
জানা গিয়েছে, জলের ট্যাঙ্কটিতে ওঠা কৌরকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ চলছে মনপ্রীতের বহুদিন। কৌরের অভিযোগ, তাঁর স্বামীর জমি জোর করে দখল করা হয়েছে। এ বিষয়টিও আদালতে বিচারাধীন। ট্যাঙ্কে উঠে তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচার চান মনপ্রীত।
প্রশাসনের কাছে তার শ্বশুরবাড়ির লোকদের অপসারণের দাবি জানান মনপ্রীত কৌর। যারা তাঁর স্বামীর জমির অংশ দখল করে রেখেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন মনপ্রীত। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় পুলিশ ও প্রশাসন।
কৌর তার শ্বশুরবাড়ির সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে শেষমেশ ট্যাঙ্ক থেকে নেমে যান। মহিলা নিরাপদে নামার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন ও পুলিশ। এই গোটা ঘটনা বেশ অনেকক্ষণ ধরে চলে এবং স্থানীয় মানুষ ঘটনায় দর্শকের ভূমিকা পালন করে। এলাকায় ভিড় জমে যায় এমন নাটকীয় ঘটনায়। এই পুরো ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যা এলাকায় এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।