TRENDING:

Viral Video: কী কাণ্ড! এ যেন সিনেমা... তরতর করে হাজার ফিট উঁচু জলের ট্যাঙ্কিতে চড়ে বসলেন মহিলা! তারপর?

Last Updated:

Viral Video || Lady Veeru: এলাকায় ভিড় জমে যায় এমন নাটকীয় ঘটনায়। এই পুরো ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রী গঙ্গা নগর: এবার শোলের 'বিরু'র মহিলা সংস্করণের দেখা মিলল গঙ্গানগরে। অনুপগড়ের গ্রাম ঘারসানা থানা এলাকার বাসিন্দা ৩৮ বছরের মনপ্রীত কৌর যেন এক লেডি বীরু। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে আজব কাণ্ড করে বসেন মনপ্রীত। তরতর করে আচমকা উঁচু জলের ট্যাঙ্কে উঠে যায় এই মহিলা। গোটা ঘটনায় এলাকায় তোলপাড় পরে যায়।
এ যেন 'শোলে'র লেডি বীরু!
এ যেন 'শোলে'র লেডি বীরু!
advertisement

মহিলার ট্যাঙ্কে ওঠার খবর স্থানীয় লোকজন প্রশাসন ও পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ ও প্রশাসনকে ঘণ্টার পর ঘণ্টা হিমশিম খেতে হয়। কিছুতেই নিজের মত না মিললে নামতে রাজি হননি ওই মহিলা। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের বার বার অনুরোধ, উপরোধেও কাজ হয়নি। এই ভাবে দীর্ঘক্ষণ মহিলার নাটক চলতে থাকে। পরে দীর্ঘক্ষণ বোঝানো ও আশ্বাসের পর মনপ্রীত কৌর ট্যাঙ্ক থেকে কোনোক্রমে নামতে রাজি হন। পুরো বিষয়টি পারিবারিক সম্পত্তি বিরোধের জের থেকেই ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান।

advertisement

আরও পড়ুন: মাত্র ৫% মানুষ দিয়েছেন সঠিক উত্তর! বলুন তো দেখি মেয়েটির নাম কী? সঠিক উত্তর দিলে আপনিই জিনিয়াস

জানা গিয়েছে, জলের ট্যাঙ্কটিতে ওঠা কৌরকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ চলছে মনপ্রীতের বহুদিন। কৌরের অভিযোগ, তাঁর স্বামীর জমি জোর করে দখল করা হয়েছে। এ বিষয়টিও আদালতে বিচারাধীন। ট্যাঙ্কে উঠে তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচার চান মনপ্রীত।

advertisement

প্রশাসনের কাছে তার শ্বশুরবাড়ির লোকদের অপসারণের দাবি জানান মনপ্রীত কৌর। যারা তাঁর স্বামীর জমির অংশ দখল করে রেখেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন মনপ্রীত। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় পুলিশ ও প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌর তার শ্বশুরবাড়ির সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে শেষমেশ ট্যাঙ্ক থেকে নেমে যান। মহিলা নিরাপদে নামার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন ও পুলিশ। এই গোটা ঘটনা বেশ অনেকক্ষণ ধরে চলে এবং স্থানীয় মানুষ ঘটনায় দর্শকের ভূমিকা পালন করে। এলাকায় ভিড় জমে যায় এমন নাটকীয় ঘটনায়। এই পুরো ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যা এলাকায় এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: কী কাণ্ড! এ যেন সিনেমা... তরতর করে হাজার ফিট উঁচু জলের ট্যাঙ্কিতে চড়ে বসলেন মহিলা! তারপর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল