প্রেমিক জুটিকে বিদ্যুৎস্তম্ভের মাথায় বিপজ্জনক অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ পেন্ড্রা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷ কিশোর ও কিশোরীর বাড়িতে খবর দেওয়া হয়৷ যখন ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়, তত ক্ষণে সেখানে ভিড় জমে গিয়েছে৷
পুলিশকর্মীরা এসে প্রেমিক ও প্রেমিকাকে বোঝাতে শুরু করেন৷ কিন্তু ভবী ভোলবার নয়৷ তারা টং থেকে নামতে নারাজ৷ অবশেষে দীর্ঘ ক্ষণ তাঁদের বোঝানোর পর নামতে রাজি হয় দু’জনে৷ স্বস্তির শ্বাস পড়ে পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে প্রেমিকের সঙ্গে ফোনে ঝগড়া হয়৷ তার পর রাগ করে বিদ্যুৎ স্তম্ভের উপরে উঠে বসে ওই কিশোরী৷ তার মান ভাঙাতে উঁচু স্তম্ভে পৌঁছয় প্রেমিকও৷ রাগ অনুরাগ, মান অভিমানের পর্ব পেরিয়ে অবশেষে স্বস্তি৷ যুগলের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা না হলেও কপালে তিরস্কার জুটেছে৷ ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সাবধান করা হয় প্রেমিক জুটিকে৷