জানা গিয়েছে কর্নাটকের হাভেরি জেলার এই ঘটনা। স্থানীয় ধনেশ্বরনগরে রয়েছে এই গাভী, যে নিয়মিত শূকরছানাদের দুধ দেয়। আসলে এই ছানা শূকরগুলির মা নেই। তাদের দুধ পান করানোর মতোও কেউ নেই। তাই প্রতিদিন বিকেলে এসে গরুর দুধ পান করে শূকরছানারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গরুটি মহেশ জাঙ্গালি নামে এক কৃষকের। শূকরছানা দু’টিও তাঁরই খামারের। দু’টি প্রাণী পারস্পরিক সহাবস্থানের এই দৃশ্য খুব সহজেই মন কেড়ে নিয়েছে তামাম নেটিজেনের।
advertisement
আরও পড়ুন, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা,উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে
আরও পড়ুন, সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ
বেশির ভাগ মানুষই মনে করছেন, মায়ের মন সব প্রাণীর ক্ষেত্রেই এক রকম। তাই বুকের দুধ খাইয়ে শূকরছানাদের বড় করতে আপত্তি নেই গাভীটির। মহেশ জাঙ্গালিও মা-হারা শূকর-ছানাদের প্রতিপালনে খানিকটা নিশ্চিন্ত হয়েছেন তাঁর গাভীটির জন্য।
