TRENDING:

Viral: বাছুর নয়, রোজ গরুর দুধ খেয়ে যাচ্ছে অন্য কেউ! ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা

Last Updated:

Viral: জানা গিয়েছে কর্নাটকের হাভেরি জেলার এই ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, সাদা-কালো একটি গাভী আরামে শুয়ে জাবর কাটছে। আর তার কোলের কাছে ঘুরে বেড়াচ্ছে দু’টি শূকরছানা। এক সময় শূকরছানা দু’টি গভীর স্তনে মুখ লাগায়। নিশ্চিন্তে খানিকক্ষণ পান করে দুধ। নির্বিকার গাভীটি। আবার ঘুরে ফিরে আসে শূকরছানারা। ফের ঢুকে যায় গরুর কোলের কাছে। আবার দুগ্ধপান। প্রায় আড়াই মিনিটের এমন ভিডিও অবাক করেছে নেটিজেনদের।
ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
advertisement

জানা গিয়েছে কর্নাটকের হাভেরি জেলার এই ঘটনা। স্থানীয় ধনেশ্বরনগরে রয়েছে এই গাভী, যে নিয়মিত শূকরছানাদের দুধ দেয়। আসলে এই ছানা শূকরগুলির মা নেই। তাদের দুধ পান করানোর মতোও কেউ নেই। তাই প্রতিদিন বিকেলে এসে গরুর দুধ পান করে শূকরছানারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গরুটি মহেশ জাঙ্গালি নামে এক কৃষকের। শূকরছানা দু’টিও তাঁরই খামারের। দু’টি প্রাণী পারস্পরিক সহাবস্থানের এই দৃশ্য খুব সহজেই মন কেড়ে নিয়েছে তামাম নেটিজেনের।

advertisement

আরও পড়ুন, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা,উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে

আরও পড়ুন, সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ

সেরা ভিডিও

আরও দেখুন
শীত পড়তেই পুরুলিয়ায় ঢেলে বিক্রি হচ্ছে রাজস্থানের বাদাম! কিনতে হলে কোথায় যেতে হবে জানুন
আরও দেখুন

বেশির ভাগ মানুষই মনে করছেন, মায়ের মন সব প্রাণীর ক্ষেত্রেই এক রকম। তাই বুকের দুধ খাইয়ে শূকরছানাদের বড় করতে আপত্তি নেই গাভীটির। মহেশ জাঙ্গালিও মা-হারা শূকর-ছানাদের প্রতিপালনে খানিকটা নিশ্চিন্ত হয়েছেন তাঁর গাভীটির জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: বাছুর নয়, রোজ গরুর দুধ খেয়ে যাচ্ছে অন্য কেউ! ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল