ঘটনাটি ঘটেছিল গত রবিবার রাতে। সূত্রের খবর, স্নাতকোত্তর পড়ুয়া তরুণীকে কোয়েম্বাটোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পিছনে বৃন্দাবন নগরের কাছে অপহরণ করে গণধর্ষণ করা হয় বলে তরুণীর অভিযোগ। তরুণীর বয়স ২০। পাশাপাশি তরুণীর প্রেমিকও ঘটনায় আহত বলেই খবর।
advertisement
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী তার প্রেমিকের সঙ্গে একটি গাড়িতে ছিলেন। গাড়িটা পার্ক করা ছিল। প্রায় রাত ১০:৩০ নাগাদ তিন অপরিচিত যুবক বাইকে (সেটিও চুরির বলেই অভিযোগ) করে আসে। গাড়ির উইন্ডশিল্ড ভেঙে আক্রমণ করে তরুণীর প্রেমিককে। অস্ত্র দিয়ে প্রেমিক যুবককে আঘাত করে এবং তরুণীকে অপহরণ করে নিয়ে যায় বলেই অভিযোগ।
প্রায় ভোর ৪:৩০ টায় বেঁচে থাকা ব্যক্তিকে একটি নির্জন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বেঁচে থাকা ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তার পরিচয় সুরক্ষিত রয়েছে।
