TRENDING:

Uttarpradesh Incident: নাকে বালি ভরে আঠা দেওয়া! গলার অবস্থা বীভৎস, ভাঙা হাত-পা, উত্তরপ্রদেশে বাড়ির পাশেই উদ্ধার কিশোরীর দেহ

Last Updated:

ধর্ষণের কোনও প্রমাণ এখনও পাওয়ার না গেলেও কিশোরীর পরিবারের দাবি, তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে৷ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: ১৫ বছরের কিশোরী৷ গত ২ দিন ধরে তার খোঁজ পাচ্ছিল পরিবার৷ সোমবার বীভৎস অবস্থায় বাড়ির পাশেই একটি বাগান থেকে উদ্ধার হল তার নিথর দেহ৷ গলা ফালা করে কাটা, হাত-পা ভাঙা, নাকের ভিতরে ঠুসে দেওয়া বালি আর আঠা৷ কিশোরীর পরিবারের অভিযোগ, খুন করার আগে ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচে৷
News18
News18
advertisement

সংবাদসংস্থা এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, কিশোরীটির ভাই পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছে, এই গোটা ঘটনাক পিছনে তিনটি ছেলের হাত থাকতে পারে৷ তারাই তাঁর বোনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ তিনজনের মধ্যে অবশ্য একজনেরই নাম অভিযোগপত্রে উল্লেখ করতে পেরেছেন তিনি৷

আরও পড়ুন: আমেরিকার মতোই কানাডাও! আরও কঠিন হচ্ছে বাইরে পড়তে যাওয়া, বাতিল ৭৪% স্টুডেন্ট ভিসার আবেদন

advertisement

তদন্তকারীরা জানাচ্ছেন, ওই কিশোরীর উপরে যে হারে অমানুসিক অত্যাচার করা হয়েছে, তা অবর্ণনীয়৷ হাত-পা ভেঙে দেওয়া হয়েছে৷ নাকের ভিতরে বালি ভরে আঠা দিয়ে দিয়েছে আততায়ীরা, যাতে সে শ্বাস না নিতে পারে৷ এতেও শান্ত হয়নি৷ এরপর ধারাল অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছে কিশোরীর গলা৷

ধর্ষণের কোনও প্রমাণ এখনও পাওয়ার না গেলেও কিশোরীর পরিবারের দাবি, তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে৷ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন: অবশেষে তাঁর দেখা মিলল! ‘আমরাই আসছি,’ ভগ্ন স্বাস্থ্যেই ভোট প্রচারে, জোট নিয়ে আত্মবিশ্বাসী লালু

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

ঘটনার তদন্তে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন৷ বাহরাইচের মিহিপুরওয়ার সার্কেল অফিসার হর্ষিতা তিওয়ারি জানিয়েছেন, ৩ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ এক জন ইতিমধ্যেই গ্রেফতার৷ বিভিন্ন দিক থেকে অপরাধের পিছনে কার্যকারণ খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh Incident: নাকে বালি ভরে আঠা দেওয়া! গলার অবস্থা বীভৎস, ভাঙা হাত-পা, উত্তরপ্রদেশে বাড়ির পাশেই উদ্ধার কিশোরীর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল