আমাদের দেশ শিক্ষার দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে। তার জন্য শুধু শিক্ষা ব্যবস্থা নয় দায়ি অনেকেই। যেমন এই শিক্ষিকা! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্কুলে গিয়েছেন শিক্ষিকা। ছাত্র-ছাত্রীরাও স্কুলে উপস্থিত। মাটিতে চাটাই পেতে বই-খাতা বের করে ছাত্ররা বসে। কিন্তু দিদিমণি কোথায়? তিনি আরামে চেয়ারে বসে ঘুমোচ্ছেন। আর একটি ছাত্রীর হাতে পাখা দিয়ে বাতাস করতে বলছেন। ছোট্ট ছাত্রীটি শিক্ষিকার কথা মতো বাতাস করে চলেছে। আর ক্লাস না করিয়ে সুখ-নিদ্রায় শিক্ষিকা!
advertisement
আরও পড়ুন: সারা রাত চুলে তেল মেখে ঘুমোচ্ছেন? সর্বনাশ করছেন না তো! এই পদ্ধতিতে তেল না মাখলেই বিপদ!
এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়। যদিও ভিডিওটি বিহারের। সেখানকার কাঠারয়া গ্রামের রাজকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও এটি। এই ভিডিও ভাইরাল হতেই শিক্ষিকাকে নিয়ে প্রশ্ন ওঠে। তবে নিজের সাফাইতে অদভুত যুক্তি দিয়েছেন ওই ভাইরাল শিক্ষিকা ববিতা কুমারি! শিক্ষিকা বলেন, সেদিন তিনি স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই চেয়ারে শুয়েছিলেন। আর তাই বাতাস করতে বলেছিলেন। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শিক্ষিকা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন না পড়িয়ে। বহু মানুষ প্রশ্ন তুলেছেন এই ভিডিও দেখার পর! আপাতত এই ভিডিও ভাইরাল।
