অনেকেই মনে করেন শাড়ি পরে এমন দুরূহ শরীরচর্চা কী করে করা যায়! সেই ধারণা এই ভিডিও বদলে দিতে পারে। শাইলি চিকারা (Shaili Chikara) নামে ওই মহিলার শেয়ার করা ভিডিও নেট মাধ্যমে সাড়া ফেলেছে। ভিডিওতে, ওই মহিলাকে এলপিজি সিলিন্ডার নিয়ে কসরত করতে দেখা গিয়েছে। লাল শাড়ি পরে এই কসরতের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
advertisement
তাঁর আরও ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করা রয়েছে, যেখানে নানা ধরনের কসরত তিনি করছেন। তবে সব কটা ভিডিও ক্লিপে ওজন হিসেবে তিনি এলপিজি সিলিন্ডারের ব্যবহার করেছেন।
একই রকম আরও একটি ভিডিও এক Instagram ইউজার চিরাগ চোরদিয়া (Chirag Chordia) শেয়ার করেছিলেন। সেখানে তার ৮২ বছরের ঠাকুমাকে ওয়েট নিয়ে কসরত করতে দেখা যায়। চিরাগ-এর দাবি সব বয়েসের মানুষকে সুস্থ থাকার জন্য প্রতি দিন কসরত করতে হবে। তবে কী ভাবে করতে হবে, তা বিশেষজ্ঞের পরামর্শের উপরে নির্ভর করে। তাঁর ঠাকুমার জন্য তিনি একটি বিশেষ ওজনের বস্তু ডিজাইন করেছিলেন। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। যাই হোক, পিতৃতান্ত্রিক সমাজের চিন্তাধারা বদলাতে ভাইরাল হওয়া এই মহিলাদেরই প্রয়োজন। যাঁরা পারেন অনেকের গোঁড়া চিন্তাধারাকে একেবারে মূল থেকে উপড়ে ফেলে সমাজের সঠিক অনুপ্ররণা হয়ে উঠতে!