TRENDING:

Madhya Pradesh Cough Syrup Tragedy: বিপদ জেনেও শিশুদের খেতে দিতেন বিষ কাশির সিরাপ! কত কমিশন পেতেন মধ্যপ্রদেশের সেই চিকিৎসক?

Last Updated:

মধ্যপ্রদেশে যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই প্রবীণ সোনি নামে ওই চিকিৎসকের পরামর্শ মতো ওই বিষাক্ত কাশির সিরাপ খেয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৩টি শিশুর মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় ইতিমধ্যেই প্রবীণ সোনি নামে মধ্যপ্রদেশের একজন শিশুরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে পুলিশ৷
ধৃত চিকিৎসক প্রবীণ সোনি৷
ধৃত চিকিৎসক প্রবীণ সোনি৷
advertisement

অভিযোগ, মধ্যপ্রদেশে যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই প্রবীণ সোনি নামে ওই চিকিৎসকের পরামর্শ মতো ওই বিষাক্ত কাশির সিরাপ খেয়েছিল৷ সরকারি হাসপাতালের চিকিৎসক হলেও নিজের প্রাইভেট ক্লিনিকে ওই শিশুগুলির চিকিৎসা করেছিলেন প্রবীণ সোনি৷ প্রত্যেককেই কোল্ডরিফ কাশির সিরাপ খেতে দেন তিনি৷ কিন্তু এই কাশির সিরাপ শিশুদের খাওয়ার পরামর্শ দিয়ে কত টাকা আয় হত ওই চিকিৎসকের?

advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এক একটি প্রেস্ক্রিপশনে কোল্ডরিফ কাফ সিরাপের নাম লিখলে তার বিনিময়ে ২ টাকা ৫৪ পয়সা কমিশন পেতেন ওই চিকিৎসক৷ অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি৷ কারণ কোল্ডরিফ নামে ওই কাশির সিরাপের একটি বোতলের দাম ২৪ টাকা ৫৪ পয়সা৷ একটি প্রেস্ক্রিপশনে এই ওষুধের নাম লিখলে দশ শতাংশ কমিশন পেতেন চিকিৎসক প্রবীণ সোনি৷ সেই হিসেবেই তাঁর প্রাপ্য হয় ২ টাকা ৫৪ পয়সা৷

advertisement

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী, চার বছরের নীচের শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ দেওয়া নিষেধ৷ তার উপর কোল্ডরিফ কাশির সিরাপে ডিথাইলিন গ্লাইকল নামে এমন একটি উপাদান অতিরিক্ত মাত্রায় আছে যা কিডনি বিকল করে দিতে পারে৷ এই সমস্ত ঝুঁকির কথা জেনেও ওই চিকিৎসক শিশুদের এই বিষাক্ত কাশির সিরাপ খাওয়া পরামর্শ দিয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের৷

advertisement

যদিও চিকিৎসক প্রবীণ সোনি বোতল পিছু আড়াই টাকা করে কমিশন পেতেন বলে যে দাবি পুলিশ করেছে, তা মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসকের আইনজীবী৷ তাঁর দাবি, পুলিশ যে দাবি করছে তা সাজানো৷ ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনও জোরাল প্রমাণই পায়নি পুলিশ৷

তবে এনডিটিভি-রই আরও একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করে বলা হয়েছে, প্রবীণ সোনি যে ওষুধ শিশুদের খেতে দিতেন, সেগুলি তাঁর স্ত্রী এবং ভাইপোর নামে থাকা ওষুধের দোকানেই পাওয়া যেত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের জাগ্রত লোবা মায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি! পুজোর সঙ্গে জড়িয়ে ৩০০ বছরের প্রাচীন ইতিহাস
আরও দেখুন

তামিলনাড়ুর শ্রেসান ফার্মাসিউটিক্যালস নামে যে সংস্থা এই বিষাক্ত কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিক রঙ্গনাথনকেও গ্রেফতার করেছে পুলিশ৷ ওই সংস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Cough Syrup Tragedy: বিপদ জেনেও শিশুদের খেতে দিতেন বিষ কাশির সিরাপ! কত কমিশন পেতেন মধ্যপ্রদেশের সেই চিকিৎসক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল