ঘটনার পর থেকেই অভিযুক্তেরা ফেরার হয়ে যায়। এই ঘটনায় পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষও করা হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু’দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
advertisement
পুলিশ আরও জানিয়েছে বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। রতু থানার অফিসার ইন চার্জ রামনারায়ণ সিং জানিয়েছেন পকসো আইনেই এখাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন ব্যবস্থা নিলেও অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা।
এমনিতেই পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সেই নিয়ে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার অভিযোগ অনুযায়ী। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয় এই ঘটনায়। এছাড়াও রাজ্যে এবং দেশের একাধিক জায়গায় ধর্ষণের ঘটনায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।