Train Accident: বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় এখনও মৃত ছয়, কিছু যাত্রীর আটকে থাকার আশঙ্কা! ক্ষতিপূরণ ঘোষণা রেলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train Accident: ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অনেক যাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে ছত্তিশগড়ের বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।
advertisement
1/5

ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অনেক যাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে ছত্তিশগড়ের বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।
advertisement
2/5
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেন নম্বর ৬৮৭৩৩ মেমু লোকালটি গেওরা থেকে বিলাপুর যাচ্ছিল। সেই লাইনে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তখনই ওই মেমু লোকালটি ওই লাইনে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/5
রেলে তরফে জানানো হয়েছে, চারজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এছাড়াও আহত কয়েকজনকে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
4/5
এই দুর্ঘটনায় হেল্পলাইন চালু করেছে রেল।•Bilaspur – 7777857335, 7869953330•Champa – 8085956528•Raigarh – 9752485600•Pendra Road – 8294730162•Korba – 7869953330•Uslapur – 7777857338Representative Image
advertisement
5/5
ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল-মৃতদের জন্য ১০ লাখগুরুতর আহতদের জন্য ৫ লাখসামান্য আঘাত লাগলে ১ লাখ