ঘটনাটি ঘটেছে বুধবার ওড়িশার ভুবনেশ্বর স্টেশনে। প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। প্যাসেঞ্জার ট্রেন থেকে নামতে গিয়ে মহিলা একেবারে ট্রেনের নীচে ঢুকে পড়েছিলেন। সেখানে কর্তব্যরত হেড কনস্টেবল হ্যাঁচকা টান দিয়ে মহিলাকে নীচে ঢোকা থেকে আটকান। ওই মহিলার পরেই আরেক মহিলা ওই গেট থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে পড়েন।
আরও পড়ুন: পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে মহিলার 'ঝাঁপ'! পরের ঘটনা তুমুল ভাইরাল, দেখুন
advertisement
কয়েকদিন আগে পুরুলিয়াতেও এমনই এক ঘটনা ঘটেছিল। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় অনেক সময়ই খানিকটা ধীরে হতেই নামতে শুরু করেন অনেকে। যাঁদের এই কাজ করতে করতে অভ্যেস হয়ে গিয়েছে, তাঁরা অনেকেই বিপদের মুখে না পড়লেও, বেশিরভাগেরই দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে। পুরুলিয়া স্টেশনে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন এক মহিলা। আর পরেই ঘটে বিপত্তি। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে ট্রেনের নীচে ঢুকে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানেই ত্রাতা হয়ে দৌড়ে যান এক আরপিএফ অফিসার।
আরও পড়ুন: ২০-২২টা কুকুরের সঙ্গে ছেলেকে ঘরে আটকে রাখে বাবা-মা! পুণেতে মারাত্মক কাণ্ড
প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে গোটা ঘটনা। আরপিএফ আদ্রা ডিভিশনের তরফে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়। এবং ওই ত্রাতা পুলিশকর্মী, বাবলু কুমারকে তাঁর কৃতিত্বের জন্য সাধুবাদ জানানো হয়। ট্যুইটারে শেয়ার করা ফুটেজের ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর। সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। ফুটেজে দেখা যায় আচমকাই ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন পর পর দুই মহিলা।