TRENDING:

‘৫০০ টাকা বেশি দেব, প্লিজ আমায় মাটিতে নামাও...’ প্যারাগ্লাইডিংয়ের এই ভিডিও ভাইরাল !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: প্যারাগ্লাইডিং করাটা সবার পক্ষে সম্ভব নয় ৷ এতটা ‘ডেয়ার ডেভিল’ হওয়া হয়তো সবার পক্ষে সম্ভব নয় ৷ কিন্তু যাতে যার ভয়, সেটা না করাই ভাল ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে,  এক ব্যক্তি প্যারগ্লাইডিং করতে গিয়ে একেবারে ভয় কুঁকড়ে রয়েছেন ৷ এই ভিডিও সবাই দেখে এখন হেসে লুটোপুটি খাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে বিভিন্ন মজার ‘মিম’-এ ৷
advertisement

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মানালিতে ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন উত্তরপ্রদেশের  বিপিন সাহু। আকাশে ওড়ার পর থেকেই ভয় কুঁকড়ে যান তিনি ৷ একসময় তো ইনস্ট্রাকটকরকে গালিগালাজও করতে থাকেন ৷ বিপিন বলেন, ‘‘ ৫০০ টাকা বেশি দেব ৷ আমাকে প্লিজ ঠিকঠাক ল্যান্ড করে দাও মাটিতে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
‘৫০০ টাকা বেশি দেব, প্লিজ আমায় মাটিতে নামাও...’ প্যারাগ্লাইডিংয়ের এই ভিডিও ভাইরাল !