সেখানে গণেশ চতুর্থী উপলক্ষে মেলা বসেছিল। সেখানেই এমন ভয়াবহ কাণ্ড ঘটে। বন্ধুদের সঙ্গে সেই মেলায় আনন্দ করতে গিয়েছিল ওই তরুণী। খোলা চুলে নাগরদোলায় চড়ে। নাগরদোলা চলতে শুরু করে। দুই রাউন্ড ঘোরার পর চিৎকার করতে থাকেন তরুণী। তবে নাগরদোলার ভয়ে নয়, তীব্র যন্ত্রণায়।
আরও পড়ুন: পুজোর মুখে ডুয়ার্সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত্যু কলকাতার পর্যটকের! আহত আরও ৫
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, বসে থাকা অবস্থায় নাগরদোলার যন্ত্রাংশের মধ্যে চুল আটকে যায় ওই তরুণীর। তড়িঘড়ি নাগরদোলা থামিয়ে দেওয়া হয়। যন্ত্রাংশের ভিতরকে চুল বের করার চেষ্টা করেন তরুণীর সঙ্গে থাকা বন্ধ-বান্ধবরা। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন তাঁরা। এমন ভাবেই চুল পেঁচিয়ে গিয়েছিল যে সেই না কেটে উপায় ছিল না।
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
গোটা মেলা তখন হাঁ করে তাকিয়ে রয়েছে ওই নাগরদোলার দিকে। ধীরে ধীরে ওই তরুণীর চুল কেটে ফেলা হয়। তখন উড়ে উড়ে চুল পড়ছে নীচে। কোনওমতে প্রাণে বাঁচে তরুণী। গত এপ্রিলে বাঁকুড়ায় নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে আটকে থাকা গোছা চুল খুলি সমেত উপড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তরুণীর।