এই পরিস্থিতিতে চেন্নাই শহরের একটি রাস্তায় কুমিরের অবস্থানের কথা জানিয়ে এক ব্যক্তি ছবি শেয়ার করতেও আতঙ্ক আরও বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। কুমির দেখা গিয়েছে শহরের পেরুঙ্গালাথুর এলাকায়। ঝোপের মধ্যে দেখা গিয়েছে এই সরীসৃপকে। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার উপর দিয়ে ঝোপে নামছে কুমিরটি।
advertisement
আরও পড়ুন: কালচে-লাল না কমলা-গোলাপি? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনি কতটা সুস্থ, জানুন
পাশ দিয়ে চলে যাচ্ছে ফুড ডেলিভারি বয়ের স্কুটার, গাড়িতে বসে কেউ ভিডিও করছন। সেই মোবাইলের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিরের এই ভিডিওয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিলনাড়ুর বনবিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুপ্রিয়া সাহু এই কুমিরের কাছে না যাওয়ার অনুরাধ করেছেন। তিনি বলেছেন, এরা লাজুক প্রাণী। সাধারণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে।
আরও পড়ুন: জয়েন্টের ব্যথা? পা ফুলে ঢোল? কাবু না হয়ে অপরিহার্য এই শুকনো ফল খান, হাতেনাতে উপকার!
তামিলনাড়ুর বন সচিব সুপ্রিয়া সাহু যদিও জানিয়েছেন, এই কুমির সাধারণত মানুষকে আক্রমণ করে না। “চেন্নাইয়ের বেশ কয়েকটি জলাশয়ে কয়েকটি মাগার কুমির রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাশয় উপচে পড়ার কারণেই এই কুমিরটি রাস্তায় বেরিয়ে এসেছে। এই প্রাণীগুলোকে নিজেরদের মতো থাকতে দিলে এবং কোনওভাবে উত্যক্ত না করলে মানুষের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই,” জানিয়েছেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F