TRENDING:

Uttar Pradesh News: মোদি শহর ছাড়তেই ফুলের টব চুরির হিড়িক! ভাইরাল লখনউয়ের ভিডিও, নিন্দার ঝড়

Last Updated:

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লখনউ শহরের রাস্তার ধারে রকমারি ফুল গাছের টব এনে সাজানো হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার লখনউয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারি সূচি মেনেই একাধিক প্রকল্প এবং কর্মসূচির উদ্বোধনও করেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রীর লখনউ সফর শেষ হতে না হতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের রাজধানী শহরের একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর সাজাতে নিয়ে আসা ফুল গাছের টব ইচ্ছে মতো চুরি করে নিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ৷
টব চুরি করে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ৷
টব চুরি করে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ৷
advertisement

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লখনউ শহরের রাস্তার ধারে রকমারি ফুল গাছের টব এনে সাজানো হয়েছিল৷ ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্কুটার, মোটরসাইকেল থামিয়ে সেই সমস্ত টবই তুলে নিয়ে চলে যাচ্ছেন অনেকে৷ কেউ কেউ আবার দু হাতে দুটি ফুলের টব নিয়েও হাঁটা লাগান৷ এমন কি, টব চুরির ভিডিও করা হচ্ছে বুঝতেও পেরেও চুরি থামাননি তাঁরা৷ কেউ একটি, কেউ দুটি আবার অনেকে তো একসঙ্গে তিনটি টবও ব্যাগে ভরে নিয়ে চলে যান৷

advertisement

শেষ পর্যন্ত যিনি এই ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন, তাঁকে বলতে শোনা যায়, ‘এখান থেকে কেন এভাবে ফুলের টব তুলে নিয়ে যাচ্ছেন আপনারা?’ তাতেও অবশ্য কোনও কাজ হয়নি৷

advertisement

ভিডিও-তে আরও দেখা গিয়েছে, কাছেই একজন পুলিশকর্মীও দাঁড়িয়ে রয়েছেন৷৷ কিন্তু তিনিও টব চুরিতে বাধা দেননি৷

ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করে একজন সাংবাদিক লিখেছেন, ‘মোদিজি লখনউ ছেড়ে চলে যেতেই লখনউয়ের বাসিন্দারা টব চুরি শুরু করে দিয়েছেন৷’

স্বাভাবিক ভাবেই এই ভিডিও সমাজমাধ্যমে দেখেই লখনউয়ের বাসিন্দাদের একাংশের এই আচরণের কড়া নিন্দা করেছেন অনেকে৷ একজন লিখেছেন, ‘সরকারি সম্পত্তিকে যাঁরা ব্যক্তিগত সম্পত্তি বলে ভাবেন তাঁদের সত্যিই কিছু বলার নেই৷ রাস্তার ধার থেকে টব চুরি, বাতিস্তম্ভ থেকে আলো চুরি, এমন কি, কেউ কেউ তো ডাস্টবিনও চুরি করেন৷ সরকার কি এদের চিহ্নিত করে এই জিনিসগুলি উদ্ধার করবে?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! নবাবের জেলায় মিলছে বিখ্যাত মালাইও
আরও দেখুন

আর একজন লিখেছেন, ‘লখনউয়ের মানুষ তো চোর ছিল না৷ তাঁরা রাজ জীবনযাপন করতেন৷ এসব কখন হল? অন্য একজন লিখেছেন, নাগরিক সচেতনতা, আইনশৃঙ্খলা বলে কিছুই নেই!’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: মোদি শহর ছাড়তেই ফুলের টব চুরির হিড়িক! ভাইরাল লখনউয়ের ভিডিও, নিন্দার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল