ধনীরাম নামের এক ব্যক্তির বাড়িতে জন্ম হয়েছে বাছুরটির। নবরংপুরের কুমুলি পঞ্চায়েতের বীজাপুরে ধনীরামের বাড়ি। পেশায় তিনি একজন কৃষক। এই অদ্ভুতরূপী বাছুরটি জন্মানোর পরই হতবাক হয়েছে গোটা পরিবার। তারই সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। অনেকে উৎসাহ নিয়ে এমন অদ্ভুত রূপের বাছুরটিকে দেখতেও এসেছেন ধনীরামের বাড়িতে। ভিডিও (Viral video) দেখে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা যেন বিশ্বাসই করতে পারছেন না। একটি বাছুরের দু'টি মাথা ও তিনটি চোখ (Viral video)।
advertisement
দু'বছর আগে একটি গোরু কিনেছিলেন ধনীরাম। কিছুদিন আগেই সেটি সন্তানসম্ভবা হয়। বাছুরের জন্মের সময় বেশ কষ্টও পেয়েছে গোরুটি। এরপর দুই মাথা ও তিনটি চোখ সমেত একটি বাছুরের জন্ম দিয়েছে সে। ধনীরামের ছেলে জানিয়েছেন, বাছুরটি এমনিতে সুস্থ। তবে মায়ের দুধ খেতে একটু সমস্যা হচ্ছে শাবকটির। ফলে আলাদা করেও তাকে দুধ খাওয়ানো হচ্ছে। নবরাত্রির এমন সময় এই বাছুরের জন্ম নিয়ে গ্রামেও যেন উৎসব শুরু হয়েছে। অনেকেই বাছুরটিকে পুজো করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ওড়িশার নবরংপুরের এমন দুই মাথা ও তিন চোখসমতে বাছুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আপনি দেখেছেন?