TRENDING:

Viral video: দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়েছে বাছুরটির ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: এমন অনেক সময়ই ঘটে যা সত্যিই অবিশ্বাস্য মনে হয়। ভারতের মতো বৈচিত্রপূর্ণ দেশে তো সেই সংখ্যাটা আরও বেশি। দেশজুড়ে নবরাত্রি ও দুর্গোৎসব চলাকালীন সম্প্রতি ওড়িশার এই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাড়া ফেলে দিয়েছে। ওড়িশার নবরংপুরে একটি অদ্ভুত রূপের বাছুরের জন্ম হয়েছে, যার দু'টি মাথা ও তিনটি চোখ। স্থানীয়রা এই ঘটনা জানার পরই ওই বাছুরকে পুজোও করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়েছে বাছুরটির ভিডিও।
 দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
advertisement

ধনীরাম নামের এক ব্যক্তির বাড়িতে জন্ম হয়েছে বাছুরটির। নবরংপুরের কুমুলি পঞ্চায়েতের বীজাপুরে ধনীরামের বাড়ি। পেশায় তিনি একজন কৃষক। এই অদ্ভুতরূপী বাছুরটি জন্মানোর পরই হতবাক হয়েছে গোটা পরিবার। তারই সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। অনেকে উৎসাহ নিয়ে এমন অদ্ভুত রূপের বাছুরটিকে দেখতেও এসেছেন ধনীরামের বাড়িতে। ভিডিও (Viral video) দেখে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা যেন বিশ্বাসই করতে পারছেন না। একটি বাছুরের দু'টি মাথা ও তিনটি চোখ (Viral video)।

advertisement

দু'বছর আগে একটি গোরু কিনেছিলেন ধনীরাম। কিছুদিন আগেই সেটি সন্তানসম্ভবা হয়। বাছুরের জন্মের সময় বেশ কষ্টও পেয়েছে গোরুটি। এরপর দুই মাথা ও তিনটি চোখ সমেত একটি বাছুরের জন্ম দিয়েছে সে। ধনীরামের ছেলে জানিয়েছেন, বাছুরটি এমনিতে সুস্থ। তবে মায়ের দুধ খেতে একটু সমস্যা হচ্ছে শাবকটির। ফলে আলাদা করেও তাকে দুধ খাওয়ানো হচ্ছে। নবরাত্রির এমন সময় এই বাছুরের জন্ম নিয়ে গ্রামেও যেন উৎসব শুরু হয়েছে। অনেকেই বাছুরটিকে পুজো করেছেন বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় ওড়িশার নবরংপুরের এমন দুই মাথা ও তিন চোখসমতে বাছুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আপনি দেখেছেন?

বাংলা খবর/ খবর/দেশ/
Viral video: দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল