ঘটনাটি শনিবার প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি মহিলা দেখেন গেট খুলতে দেরি হচ্ছে এরপরেই সে গার্ডকে একের পর এক থাপ্পড় মারতে থাকে৷ যার ভিডিও সিসিটিভিতেও পরিষ্কার দেখা যাচ্ছে৷ ঘটনার পর পুলিশকে খবর দেন গার্ডটি৷ এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রফেসর মহিলাকে ১৫১ -তে চালান দেওয়া হয়৷
দেখে নিন চড় মারার ভাইরাল ভিডিও
advertisement
পুলিশ তদন্তের কথা বলেছে
আরও পড়ুন - Private Part Chopped off: গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু
এদিকে নয়ডা ফেজ ৩ পুলিশ বলেছে ঘটনাটি ক্লেও কাউন্টি সোসাইটির৷ মহিলা গার্ডকে চড় মেরেছে এই অভিযোগ আসে৷ শনিবার এই ঘটনায় মারপিটের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে৷ এই মামলায় মহিলাকে চালান করা হয়৷ বাকি তদন্ত চলছে৷
News18 তে মহিলা ক্ষমা চেয়েছে
নিউজ ১৮ যখন মহিলার সঙ্গে কথা বলতে যায় তখন সে বলে কারোর ওপর হাত তোলা ঠিক নয়৷ গার্ডের থেকেও ক্ষমা চায়৷ তিনি অবশ্য অভিযোগ করে তার ছেলেকে গার্ড যেভাবে দেখল তা নাকি ঠিক নয়৷ এদিকে গার্ড ঘটনার পুরো তদন্তের দাবি করেছে৷