ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরেন সবরীশ নামে ওই ব্যক্তি। বাজি ছিল যদি তিনি আতসবাজি ফাটার সময় বাক্সের উপর বসে থাকতে পারেন তাহলে বন্ধুরা একটি অটোরিক্সা কিনে দেবেন। শর্ত মেনে আতসবাজির বক্সের উপর বসে পড়েন তিনি। বন্ধুদের মধ্যে একজন আতসবাজি আগুন ধরিয়ে সকলে পালিয়ে যায়।
advertisement
সবরীশ একা বাক্সের উপর বসে আতসবাজি ফাটার অপেক্ষায় বসে থাকেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ফেটে যায় বক্সটি। তারপরই রাস্তায় লুটিয়ে পড়ে। তার বন্ধুরা ছুটে আসেন ঘটনাস্থলে। তখন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে সবরীশ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction Date: চূড়ান্ত আইপিএল ২০২৫ মেগা নিলামের দিনক্ষণ! চলবে ২ দিন ধরে
এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরাধমূলক হত্যাকাণ্ডের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ছয় বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।