আরও পড়ুন: টুকটুকে লাল তিন সাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুদে কুকুর! বুলেটের গতিতে ভাইরাল ভিডিও...
১৭ সেকেন্ডের এক ভিডিওয়ে দেখা যায় প্রথমে বাড়িটির রাস্তার দিকে দেওয়ালটি ভাঙে, তারপর বাড়িটা তাসের ঘরের মতই ধসে (Viral Video| Building Collapsed) পড়তে শুরু করে। এরপর গোটা এলাকায় ধুলোয় ঢেকে যায়। সংবাদ সংস্থা এ এন আই ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে এই বাড়ি ভাঙার ঘটনায় কোনও আহত ও মৃত্যুর খবর নেই।
advertisement
পুরোনো এই বাড়িটিতে সেই সময় কেউ ছিলেন কি না তাও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে কেউ নিহত বা জখম হননি এই ঘটনায়।
বাড়িটি পুরোনো বলেই ভেঙে (Viral Video| Building Collapsed) পড়েছে না এর পেছনে অন্য কোনও কারণ ছিল সে বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ প্রশাসন থেকে স্থানীয় মানুষ ঘটনার আকস্মিকতায় হতবাক সকলেই।
আরও পড়ুন: উড়ে যাবে রাতের ঘুমও, দাউ দাউ করে জ্বলছে মাথা! তাই নিয়েই দিব্যি কাজ করে চলেছেন ইনি...
হাড় হিম করা ভিডিওটি দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলনা বাড়ির মতোই একটা গোটা তিনতলা বাড়ি ভেঙে (Viral Video| Building Collapsed) চোখের নিমেষে ধূলিস্যাৎ হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটি দেখে মনে করা হচ্ছে মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। জানা গিয়েছে গত তিন বছর ধরে বেঁকে ছিল বাড়িটি । বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।