ইতিমধ্যেই, বেঙ্গালুরু শহরের হোয়াইটফিল্ড এলাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি গত ১ অক্টোবরের। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম, হর্ষ সিনহা। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হর্ষ। কিছুদিন আগেও সে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। কিন্তু, গত তিন সপ্তাহ ধরে বেকার থাকার দরুন তিতিবিরক্ত হয়ে পড়েছিল। আর তারপরেই এই কাণ্ড!
advertisement
বছর ৪৫- এর ছুরিকাহত ওই কন্ডাকটারের নাম যোগেশ। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করেন তিনি। ওই দিন হর্ষকে বাসের ফুটবোর্ড থেকে সরে দাঁড়াতে বলেন যোগেশ। আর তাতেই রীতিমত চটে যান ওই হর্ষ। এরপরেই ঝাঁপিয়ে পড়েন যোগেশের উপর। প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও কিছু পরেই পকেট থেকে ছুরি বের করে একের পর এক কোপ বসিয়ে দেন যোগেশের গায়ে।
আরও পড়ুন: দিল্লিতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র? বাজেয়াপ্ত ২ হাজার কোটির কোকেন
এখানেই থেমে থাকেনি ওই অভিযুক্ত, অভিযোগ সহযাত্রীদের বাস খালি করার হুমকিও দিতে থাকে সে। এর কিছু পরে ব্যাগ থেকে হাতুড়ি বের করে বাসে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করা হয়।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রাণ ভয় বাস ছেড়ে পালাচ্ছেন বাসে থাকা লোকজন। হর্ষকে বাসের কাঁচ ভাঙতেও দেখা যায়।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের এই শহরেই গান্ধীকে ‘মহাত্মা’ উপাধি দেওয়া হয়েছিল, পুরো গল্পটি জান
এই ঘটনায় গ্রেফতারির পর অভিযুক্তকে জেরা করার সময় পুলিশ জানতে পারে, কাজ না পেয়ে বিরক্ত হয়েই এই কাণ্ড ঘটায় সে। তাঁর এই ধরণের কাণ্ড ঘটানোর কোনও অভিপ্রায় ছিল না বলেও জানায় সে। দিন কুড়ি আগেই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলেও জানায় সে।
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্তের সব দিক খতিয়ে দেখছি।”