TRENDING:

Viral video| হাতির পিঠে যোগব্যায়াম করতে করতে উল্টে পড়লেন বাবা রামদেব! দেখুন ভিডিও

Last Updated:

তবে এটা প্রথম নয়৷ এর আগেও একবার বৃষ্টিতে সাইকেল চালাতে চালাতে পড়ে যান রামদেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরা: হাতির পিঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়ে গেলেন রামদেব! উঠল শোরগোল৷ যদিও তিনি কোনও ভাবে আহত হননি৷ হাতির পিঠ থেকে পড়েই, ফের উঠে দাঁড়িয়েছেন যোগগুরু৷ ঘটনাটি ঘটে সোমবার মথুরার রামনারেতি আশ্রমে ঘটে৷ সেখানেই হাতির পিঠে উঠে যোগাসন করছিলেন যোগগুরু রামদেব৷ হাতিটি তখন থেমে ছিল৷ এরপর হাতিটি চলতে শুরু করতেই বাধে গোল৷ পিঠের ওপর থেকে যোগ ব্যায়ম করতে করতে একেবারে আচমকা পড়ে যান রামদেব৷ তবে মুহূর্তের মধ্যেই আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে শরীর থেকে ধুলো ঝাড়তে শুরু করেন তিনি৷ এবং এই ঘটনার পর, তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে৷ এভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে বাবাকে দেখে ভক্তরাও আশ্বস্ত হন৷
advertisement

যোগগুরু রামদেবের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ প্রায় ১৮হাজার ৪০০ বার দেখা হয়েছে ভিডিওটি৷ তার সঙ্গেই উঠে এসেছে দারুন সব মজার কমেন্ট৷ একজন মন্তব্য করেছেন, হাতিটিকে তো যোগ সেখানে হয়নি, তাই সেও বুঝতে পারেনি তার পিঠের ওপর কী চলছে৷ অন্য একজন বলছেন, দ্রুত ফের নিজের পায়ে উঠে দাঁড়ালেন, এটা রামদেবের পক্ষেই সম্ভব! আরও একজন লিখেছেন, যথেষ্ট ফিট তিনি, এটাই তার প্রমাণ৷ ঠিক ছোটবেলায় আমরা যেমন ছিলাম, পড়ে গিয়ে দ্রুত উঠে দাঁড়াতাম, তিনিও সেইভাবে উঠে দাঁড়ালেন এবং দ্রুত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এটা প্রথম নয়৷ এর আগেও একবার বৃষ্টিতে সাইকেল চালাতে চালাতে পড়ে যান রামদেব৷ সেই ভিডিওটিও রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ ২০০২ থেকে নিয়মিত যোগ ক্যাম্প করছেন রামদেব৷ তাঁর যোগাসন টিভিতেও সম্প্রচার করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral video| হাতির পিঠে যোগব্যায়াম করতে করতে উল্টে পড়লেন বাবা রামদেব! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল