TRENDING:

Joyride Accident: ঘুরতে ঘুরতে ৫০ ফুট উপরে উঠে থেমে গেল নাগরদোলা! শূন্যে ঝুলছেন ৩০ জন! জয়রাইড বদলে গেল বাঁচার জন্য আর্ত কান্নায়!

Last Updated:

Joyride Accident:তার পরই বন্ধ হয়ে যায় রাইডটি৷ সে সময় এটি উঠেছিল ৫০ ফুট উপরে৷ সেখানেই থেমে থাকে৷ প্রাণভয়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় পরিত্রাহি চিৎকার করতে থাকেন শিশু, মহিলা-সহ আটকে পড়া মানুষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : তখনও বসে আছেন কমপক্ষে ৩০ জন মানুষ৷ তাঁদের নিয়ে জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায় থেমে গেল অ্যামিউজমেন্ট বা বিনোদন পার্কের জয়রাইড৷ আটকে পড়া অতঙ্কিত মানুষের আর্ত চিৎকারে ভরে গেল আকাশ বাতাস৷ কিন্তু সেভাবেই দীর্ঘ ক্ষণ শূন্যে আটকে থাকলেন তাঁরা৷ মঙ্গলবার বিকেলে ভয়াবহ এই ঘটনা চেন্নাইয়ের এক বিনোদন পার্কে৷
মঙ্গলবার বিকেলে ভয়াবহ এই ঘটনা চেন্নাইয়ের এক বিনোদন পার্কে
মঙ্গলবার বিকেলে ভয়াবহ এই ঘটনা চেন্নাইয়ের এক বিনোদন পার্কে
advertisement

চেন্নাইয়ের কাছে ইস্ট কোস্ট রোডে এক থিম পার্কে ওই জয়রাইডে উঠেছিলেন পর্যটকরা৷ ‘টপ গান’ নামে ওই রাইড সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট পর্যন্ত উঠছিল৷ তার পর নেমে আসছিল বৃত্তাকারে৷ রাইড চলাকালীন আচমকাই তীব্র শব্দ শোনা যায় এর একটি ইঞ্জিন থেকে৷ তার পরই বন্ধ হয়ে যায় রাইডটি৷ সে সময় এটি উঠেছিল ৫০ ফুট উপরে৷ সেখানেই থেমে থাকে৷ প্রাণভয়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় পরিত্রাহি চিৎকার করতে থাকেন শিশু, মহিলা-সহ আটকে পড়া মানুষ৷

advertisement

আরও পড়ুন : ৫০০ ড্রোনের আলোয় উদ্ভাসিত গ্যাংটকের আকাশ! বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তা সিকিমে

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৩৫ জন দমকলকর্মী এবং স্থানীয় থানার পুলিশ৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও৷ প্রথমে মই এনে নামিয়ে আনার চেষ্টা করা হয়৷ কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়৷ শেষে আটকে পড়ার ৩ ঘণ্টা পর স্কাই লিফ্ট পদ্ধতির সাহায্যে ক্রেনে করে নামিয়ে আনা হয় আটকে পড়া ৩০ জনকেই৷ আটকে পড়া অবস্থায় তাঁদের জল-বিস্কিট দেন উদ্ধারকারীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উদ্ধার পাওয়া এক মহিলা জানান ওই অবস্থায় আতঙ্কে ভেঙে পড়েছিলেন সকলে৷ কিন্তু ঘটনাস্থলে সাহায্য এসে পৌঁছতে সময় লাগে ২ ঘণ্টা৷ ঝুলন্ত অবস্থাতেই ভয়ে কাঁপতে কাঁপতে এক ব্যক্তি তাঁর ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চান৷ অবশেষে আতঙ্কের দীর্ঘ প্রহর কেটে আসে উদ্ধারের স্বস্তি মুহূর্ত৷ দমকলকর্মীদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি দেখা দেয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Joyride Accident: ঘুরতে ঘুরতে ৫০ ফুট উপরে উঠে থেমে গেল নাগরদোলা! শূন্যে ঝুলছেন ৩০ জন! জয়রাইড বদলে গেল বাঁচার জন্য আর্ত কান্নায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল