চেন্নাইয়ের কাছে ইস্ট কোস্ট রোডে এক থিম পার্কে ওই জয়রাইডে উঠেছিলেন পর্যটকরা৷ ‘টপ গান’ নামে ওই রাইড সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট পর্যন্ত উঠছিল৷ তার পর নেমে আসছিল বৃত্তাকারে৷ রাইড চলাকালীন আচমকাই তীব্র শব্দ শোনা যায় এর একটি ইঞ্জিন থেকে৷ তার পরই বন্ধ হয়ে যায় রাইডটি৷ সে সময় এটি উঠেছিল ৫০ ফুট উপরে৷ সেখানেই থেমে থাকে৷ প্রাণভয়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় পরিত্রাহি চিৎকার করতে থাকেন শিশু, মহিলা-সহ আটকে পড়া মানুষ৷
advertisement
আরও পড়ুন : ৫০০ ড্রোনের আলোয় উদ্ভাসিত গ্যাংটকের আকাশ! বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তা সিকিমে
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৩৫ জন দমকলকর্মী এবং স্থানীয় থানার পুলিশ৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও৷ প্রথমে মই এনে নামিয়ে আনার চেষ্টা করা হয়৷ কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়৷ শেষে আটকে পড়ার ৩ ঘণ্টা পর স্কাই লিফ্ট পদ্ধতির সাহায্যে ক্রেনে করে নামিয়ে আনা হয় আটকে পড়া ৩০ জনকেই৷ আটকে পড়া অবস্থায় তাঁদের জল-বিস্কিট দেন উদ্ধারকারীরা।
উদ্ধার পাওয়া এক মহিলা জানান ওই অবস্থায় আতঙ্কে ভেঙে পড়েছিলেন সকলে৷ কিন্তু ঘটনাস্থলে সাহায্য এসে পৌঁছতে সময় লাগে ২ ঘণ্টা৷ ঝুলন্ত অবস্থাতেই ভয়ে কাঁপতে কাঁপতে এক ব্যক্তি তাঁর ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চান৷ অবশেষে আতঙ্কের দীর্ঘ প্রহর কেটে আসে উদ্ধারের স্বস্তি মুহূর্ত৷ দমকলকর্মীদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি দেখা দেয়৷