TRENDING:

Dowry System: সোনা, জমি, ট্রাক্টর, নগদ মিলিয়ে বোনের বিয়েতে ৮ কোটি ৩১ লক্ষ টাকার পণ দিলেন চার ভাই! নেটিজেনরা হতবাক

Last Updated:

Dowry System: আজ পর্যন্ত এত টাকা কেউ পণ দেননি ওই গ্রামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর : পণ নেওয়া এবং পণ দেওয়া-দুইই আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু আইনের ফাঁক গলেই এই জঘন্য প্রথা আজও চলছে ভারতে। সে কথাই আরও একবার সামনে এল সম্প্রতি। রাজস্থানের নগৌর জেলার ধিংসারা গ্রামে ইদানীং এক বিয়ের আসরে বরপণ দেওয়া হয়েছে ৮ কোটি ৩১ লক্ষ টাকা। চার ভাই তাঁদের বোনের বিয়েতে এই অঙ্কের আর্থিক পণ দিয়েছেন। গ্রামের ইতিহাসে নজির তৈরি করেছেন তাঁরা। কারণ আজ পর্যন্ত এত টাকা কেউ পণ দেননি ওই গ্রামে। চার ভাইয়ের নাম হল অর্জুন রাম মেহরিয়া, ভগীরথ মেহরিয়া, উমেইদ জি এবং প্রহ্লাদ। গত ২৬ মার্চ বোন ভনওয়ারি দেবীর বিয়েতে তাঁরা এই টাকা পণ দিয়েছেন বলে জানা গিয়েছে।
চার ভাই তাঁদের বোনের বিয়েতে এই অঙ্কের আর্থিক পণ দিয়েছেন
চার ভাই তাঁদের বোনের বিয়েতে এই অঙ্কের আর্থিক পণ দিয়েছেন
advertisement

শুধু নগদ টাকা নয়। যৌতুক হিসেবে ছিল ৪ কোটি টাকার ১০০ বিঘা জমি, ৫০ লক্ষ টাকার ১ বিঘা জমি, ৭১ লাখ টাকা মূল্যের সোনার গয়না, ৯.৮ লক্ষ টাকার ১৪ কেজি রুপো। এছাড়াও হাজির ছিল ৭ লক্ষ টাকার একটি ট্রাক্টর। বাকি ৮০০ মুদ্রা বিলিয়ে দেওয়া গ্রামবাসীদের মধ্যে। বরের জন্য বিশেষ উপহার ছিল একটি স্কুটার। ধিংসারা গ্রাম থেকে শতাধিক বলদ ও উটের গাড়ি ওই স্কুটার বয়ে নিয়ে যায় রাইধনু গ্রাম পর্যন্ত।

advertisement

আরও পড়ুন :  মুগডাল থেকে মাশরুম মশলা, বিশ্বভারতীতে রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজনে ছিল রকমারি আহার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজস্থানের এই গ্রামগুলিতে প্রচলিত মায়রা প্রথা। অর্থাত কনের মামাবাড়ি থেকে তাঁকে কী কী পণ ও যৌতুক দেওয়া হয় সেই রীতিতে। মায়রা ও পণপ্রথা কার্যত একই মুদ্রার দুই পিঠ। সম্প্রতি বুরদি গ্রামের বনওয়ারলাল চৌধুরী মায়রা প্রথায় তাঁর বোনের বিয়েতে দিয়েছেন ৩ কোটিরও বেশি টাকা। সঙ্গে ছিল রত্নখচিত ওড়না। কিন্তু তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন ধিংসারা গ্রামের মেহরাইয়া পরিবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dowry System: সোনা, জমি, ট্রাক্টর, নগদ মিলিয়ে বোনের বিয়েতে ৮ কোটি ৩১ লক্ষ টাকার পণ দিলেন চার ভাই! নেটিজেনরা হতবাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল