শুভদীপ পাল, বীরভূম: মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ সেখানেই তাঁর মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক রাষ্ট্রপতির মধ্যাহ্ন ভোজনের তালিকায় কী কী ছিল? বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এদিন দৌপদীর মুর্মুর মধ্যাহ্ন ভোজনের আয়োজনে ছিল ভাত এবং রুটি, গ্রিন স্যালাড, ঝুরি আলুভাজা, সব্জি দিয়ে মুগ ডাল, পটল দোরমা, ভেন্ডি ভাপা, মাশরুম মশালা, দই এবং মিষ্টি। তবে সমস্ত খাবারের মেনুই বানানো হয়েছিল নিরামিষ।
দুদিনের সফরে বাংলায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি এ রাজ্যে এলেন। সোমবার কলকাতায় একাধিক কর্মসূচি শেষ করে মঙ্গলবার দুপুরে তিনি কপ্টারে শান্তিনিকেতনে পৌঁছন। তাঁর সফর ঘিরে সাজো সাজো রব শান্তিনিকেতনে। তাঁর সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তাঁদের সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শান্তিনিকেতনকে।
আরও পড়ুন : জোড়াসাঁকো ঘুরে দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, গেলেন নেতাজি ভবনেও
নিরাপত্তা বন্দোবস্ত সুরক্ষিত করতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হেলিপ্যাড ময়দান, আম্রকুঞ্জ, রবীন্দ্রভবন-সহ বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।