ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিদম বলেছেন, ‘‘আমি কী পরব, তাতে আমরা পূর্ণ স্বাধীনতা আছে৷ কোনও প্রচার পাওয়ার জন্য বা বিখ্যাত হয়ে ওঠার তাগিদে এসব করিনি৷ লোকে কী বলবে তাতে আমি পাত্তা দিই না৷’’ অনেকেই বলেছেন তিনি উরফি জাভেদকে অনুকরণ করেছেন৷ সে কথা অস্বীকার করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘আমি উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত নই মোটেই৷ এমনকি কিছু দিন আগে পর্যন্ত আমি জানতামও না তিনি কে৷ সম্প্রতি এক বন্ধু তাঁর ছবি আমাকে দেখিয়েছেন৷’’
advertisement
তিনি যে নিজের রক্ষণশীল পরিবারেও পোশাকের জন্য সমর্থন পাননি সেকথাও জানিয়েছেন রিদম৷ তাঁর কথায় ‘‘এই পছন্দ রাতারাতি তৈরি হয়নি৷ এটা একটা প্রক্রিয়া৷ রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে নিজের ইচ্ছেমতো সব কিছু করতে পারতাম না৷ একদিন আমি ঠিক করলাম এ বার আমার যা ইচ্ছে সেটাই করব৷ কারণ জীবনটা আমার৷ এইভাবে এই পোশাকেই আমি অনেক মাস যাতায়াত করছি৷ এখন এটা ভাইরাল হয়েছে৷’’ নিরাপত্তাজনিত কোনও সমস্যা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি৷ তবে কটূক্তি বা ইভটিজিং তিনি পাত্তা দেননি৷
সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়ম করেছে মেট্রো রেলে কেউ ভিডিও করতে পারবেন না৷ কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়৷ সেই প্রসঙ্গে রিদম বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে ডিএমআরসি এখন নিজেদের করা নিয়ম ভুলেই গিয়েছে যে মেট্রোতে ভিডিও করা নিষিদ্ধ৷ তাদের যদি আমার পোশাক নিয়ে সমস্যা হয়,তাহলে যাঁরা ভিডিও করেছেন তাঁদের নিয়েও মেট্রো কর্তৃপক্ষের সমস্যা থাকা উচিত৷’’