সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। বিষয়টি সামনে আসতেই তৎপর হয়েছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।
ঘটনা বিহারের মুঙ্গের জেলার। ভিডিওতে দেখা যাচ্ছে ওই নার্সিংহোমের ডিরেক্টর ডঃ আয়ুব এক মহিলার সঙ্গে অশালীন কাজ করছেন। সেই সময়ে সিসিটিভি ক্যামেরায় গোটা বিষয়টি ধরা পড়ে। পরে সেই ভিডিওটি ভাইরাল হয়।
advertisement
বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। বিশেষ টিম গঠন করা হয়েছে পুলিশের তরফে। ডিএসপি পদমর্যদার এক আধিকারিকের নেতৃত্বে মুঙ্গের পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন, আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড
আরও পড়ুন, যে-কোনও সমস্যার সমাধান করতে এবার পাড়ায় পুলিশ
তবে জানা গিয়েছে, এই ভিডিওটি দু বছর পুরনো। নতুন করে এই ভিডিওটি এখন ভাইরাল হয়েছে। স্থানীয় পুলিশও বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। ভিডিওতে থাকা ওই ব্যক্তি এবং মহিলা স্বামী এবং স্ত্রী বলে দাবি করা হচ্ছে। তবে এখনও এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।