ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মহিলাটি রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎই সজোরে তাঁকে ধাক্কা মারে একটি হলুদ রঙের ট্রাক। মহিলা ছিটকে পড়ে যান। তার উপর দিয়েই চলে যায় ট্রাকটি। কিন্তু আশ্চর্যের বিষয় ট্রাকটি চলে যেতেই তিনি উঠে বসেন, প্রায় অক্ষত অবস্থায়। যদিও মানসিক ভাবে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন।
গত ২ ডিসেম্বর এই ঘটনা ঘটে তামিলনাড়ুতে। মহিলাকে উদ্ধার করে স্থানীয় মানুষজনই থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ যদিও এখনও ওই ট্রাকড্রাইভারকে ধরতে পারেনি। তবে মরণজয়ী হিসেবেই নেটদুনিয়ায় বিপুল প্রচার পেয়েছেন ওই মহিলা। কেউ বলছেন অলৌকিক ঘটনা, কেউ বলছেন ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে। ৫৪ সেকেন্ডের ভিডিও দশ হাজারের গণ্ডি পেরোতে সময়ও নেয়নি বেশি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 08, 2020 6:31 PM IST
