TRENDING:

হরিশ রাওয়াতকে বিজয়বর্গীর আক্রমণ

Last Updated:

উত্তরাখন্ডে সরকারের অস্থিত্ব সংকটের মধ্যেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী কংগ্রেস সরকার ভেঙে বিজেপি সরকার গঠনের হুঁশিয়ারি দিলেন ৷ সোমবারই বিজেপির দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন হরিশ রাওয়াত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উত্তরাখন্ডে সরকারের অস্থিত্ব সংকটের মধ্যেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী কংগ্রেস সরকার ভেঙে বিজেপি সরকার গঠনের হুঁশিয়ারি দিলেন ৷ সোমবারই বিজেপির দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন হরিশ রাওয়াত ৷
advertisement

উত্তরাখন্ডে কংগ্রেস বিজেপির এই দড়ি টানাটানির মধ্যেই সরকার ভেঙে নতুন সরকার গড়ার হুঁশিয়ারি দিলেন কৈলাশ বিজয়বর্গী ৷ একই সঙ্গে রবিবার রাহুল গা্ধির তোলা অভিযোগকেও তাঁর বক্তব্যের মাধ্যমে খন্ডন করলেন তিনি ৷ এদিন তিনি বলেন, ‘উত্তরাখণ্ডে আমরাই সরকার গড়ব ৷ আমরা সরকার ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছি রাজ্যপালকে ৷ আমরা বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের কাছে যাইনি ৷ তাঁরাই আমাদের কাছে এসেছেন ৷ তাঁরাই মুখ্যমন্ত্রীর অপসারণ চেয়েছেন ৷’ রবিবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি বিজেপির বিরুদ্ধে পেশিশক্তি ও টাকা ব্যবহার করে বিধায়কদের কিনে নেওয়ার অভিযোগ এনেছিলেন ৷ বিজয়বর্গী রাহুলকে কটাক্ষ করে বলেন, ‘রাহুলজি ঠিক করে নিজের ঘর সামলাতে পারছেন না ৷ রাহুলজিকে বলব ভাল করে নিজের ঘর সামলান ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, উত্তরাখণ্ড সরকার সংকটকে আরও বাড়িয়ে সোমবার দু’জন কংগ্রেস নেতাকে বহিষ্কৃত করল উত্তরাখণ্ড রাজ্য কংগ্রেস ৷ দল বিরোধী কার্যকলাপের জন্য এদিন সকেত বহুগুনা ও অনিল গুপ্তাকে বহিষ্কার করল কংগ্রেস ৷ ৬ বছরের জন্য বহিষ্কৃত হলেন এই দুই কংগ্রেস নেতা ৷ উল্লেখ্য, উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেলে সকেত বহুগুনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হরিশ রাওয়াতকে বিজয়বর্গীর আক্রমণ