TRENDING:

Vijay Rupani Resignation Update: গুজরাতেই পা হড়কানোর ভয় বিজেপি-র, কেন পদত্যাগ করতে হল বিজয় রুপানিকে?

Last Updated:

২০২৪-এ নরেন্দ্র মোদি সরকারের চূড়ান্ত পরীক্ষা৷ কিন্তু ২০২৪-এর পরীক্ষার আগে আগামী বছর উত্তর প্রদেশ ও গুজরাতের নির্বাচন বিজেপি-র কাছে অ্যাসিড টেস্ট (Vijay Rupani Resignation )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গান্ধিনগর: ২০২২-এর শীতে গুজরাতের বিধানসভা নির্বাচন৷ তার ঠিক এক বছরের কিছু বেশি সময় বাকি থাকতে গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎ ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে (Vijay Rupani Resignation)৷ প্রাথমিক ভাবে গুজরাতের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে চমকে উঠেছিল গোটা দেশের রাজনৈতিক মহল৷ রুপানির ইস্তফার পর বিজেপি-র অন্দরের খবর বলছে, দলের নির্দেশেই পদত্যাগ করতে হল গুজরাতের মুখ্যমন্ত্রীকে৷ কারণ নরেন্দ্র মোদদি এবং অমিত শাহের নিজের রাজ্য গুজরাতের মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না দলের কেন্দ্রীয় নেতৃত্ব৷
advertisement

২০২৪-এ নরেন্দ্র মোদি সরকারের চূড়ান্ত পরীক্ষা৷ কিন্তু ২০২৪-এর পরীক্ষার আগে আগামী বছর উত্তর প্রদেশ ও গুজরাতের নির্বাচন বিজেপি-র কাছে অ্যাসিড টেস্ট৷ তাই আগেভাগেই সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে বিজেপি৷ দলের অন্দরের খবর বলছে, রুপানির কাজে দলের রাজ্য নেতাদের একটা বড় অংশ তো বটেই, দলের শীর্ষ নেতৃত্বও চূড়ান্ত হতাশ ছিলেন৷ অভিযোগ, সরকার পরিচালনা করতে গিয়ে দলের পরামর্শ শুনছিলেন না রুপানি৷ মানুষের মনেও ক্ষোভ জমছিল৷ আর এই সবকিছুর গুজরাতে দলের মধ্যে বিভাজনও তৈরি হচ্ছিল৷

advertisement

আরও পড়ুন: পদত্যাগ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির! তুমুল শোরগোল দেশের রাজনৈতিক মহলে

পাঁচ বছর আগে গুজরাতে বিজেপি ক্ষমতায় ফিরলেও রাহুল গান্ধির নেতৃত্ব কংগ্রেস খুব একটা খারাপ লড়াই দেয়নি৷ বিশেষত ভোট গণনার শুরুর দিকে তো গুজরাতে বিজেপি নেতাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল কংগ্রেস৷ ফলে গুজরাতে কংগ্রেসের জনভিত্তি রয়েইছে৷ হার্দিক প্যাটেলের মতো নেতা ২০১৯ সালে যোগ দেওয়ার পর গুজরাতে আরও চাঙ্গা হয়েছে কংগ্রেস৷ তার উপর গুজরাতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে শুরু করেছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি৷

advertisement

গুজরাতে সাম্প্রতিক পুরসভা নির্বাচনে সুরাতে দুর্দান্ত ফল করেছে আপ৷ অরবিন্দ কেজরিওয়াল নিজে গুজরাত সফরে গিয়েছেন৷ ২০২২-এ গুজরাতে ভাল ফলের চেষ্টা করছে আপ৷ ২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে গান্ধিনগরে স্থানীয় ভোট রয়েছে৷ যার ফলও বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ এই পরিস্থিতিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলের নেতা এবং সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতে থাকলে তার ফায়দা তুলতে ভুল করবে না কংগ্রেস, আপের মতো বিরোধী দলগুলি৷ আর কোনও ভাবে গুজরাতে পা হড়কালে তা সরাসরি মোদি- শাহের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে৷ তাই সময় থাকতে থাকতেই সরানো হল রুপানিকে৷

advertisement

পদত্যাগের পর বিজয় রুপানিকে বলেছেন, 'আমার মতো দলের একজন কর্মীকে গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ৷ সময়ের সঙ্গে সঙ্গে কর্মীদের দায়িত্ব বদল করাটাই বিজেপি-র ঐতিহ্য৷দল যে দায়িত্ব দেয়, কর্মীরা মন দিয়ে তা পালন করেন৷ আমাকেও যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি৷ মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর দলীয় সংগঠনে নতুন উদ্যমে কাজ করার জন্য নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গুজরাতের উন্নয়ন এগিয়ে যাবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফলে, আপাতত স্পষ্ট হয়ে গিয়েছে, কর্ণাটক, উত্তরাখণ্ডের মতো গুজরাতেও সরকারের ভাবমূর্তি ফেরাতে নতুন মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিতে চলেছে বিজেপি৷ যদিও বিধানসভা নির্বাচনের আগে কাকে গুজরাতের মসনদে বসাবেন মোদি-শাহরা, তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক ভাবে গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের নাম উঠে আসছে৷ যদিও মনসুখ মান্ডব্যকে কয়ক মাস আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে৷ তবে রুপানির উত্তরসূরি কে হচ্ছেন, আজকের মধ্যেই তার স্পষট্ আভাস পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ অতীতে নরেন্দ্র মোদির মতো কেন্দ্রীয় নেতাকে গুজরাতের মুখ্যমন্ত্রী করে সাফল্য পেয়েছে বিজেপি৷ এবারেও সেই ফর্মুলা প্রয়োগ করা হবে, নাকি রাজ্যের বিধায়কদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vijay Rupani Resignation Update: গুজরাতেই পা হড়কানোর ভয় বিজেপি-র, কেন পদত্যাগ করতে হল বিজয় রুপানিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল