TRENDING:

পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা মালিয়াকে, সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে

Last Updated:

আদালতের নির্দেশে পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমার পর, ভারতে বিজয় মালিয়ার স্থাবর-অস্থাবর, সব সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর বাধা রইল না কেন্দ্রের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আর্থিক প্রতারণা রুখতে নয়া আইন তৈরি করেছে কেন্দ্র৷ সেই আইনের আওতায় পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা পেলেন শিল্পপতি বিজয় মালিয়া৷ মালিয়াই প্রথম কোনও শিল্পপতি, যিনি সরকারের নয়া আইনে অর্থনৈতিক অপরাধী সাব্যস্ত হলেন৷ শনিবার মুম্বইয়ের একটি আদালত মালিয়াকে দোষী সাব্যস্ত করেছে৷
advertisement

আদালতের নির্দেশে পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমার পর, ভারতে বিজয় মালিয়ার স্থাবর-অস্থাবর, সব সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর বাধা রইল না কেন্দ্রের৷ বর্তমানে ব্রিটেন থেকে ভারতে প্রত্যর্পণের মুখে মালিয়া৷ ২০১৬ সাল থেকে মালিয়া রয়েছেন ব্রিটেনে৷ বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা করে বিদেশে পালানোর অভিযোগ রয়েছে শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

২০১৬ সালের মার্চে ভারত ছেড়ে পালান মালিয়া৷ কয়েক মাস আগে মালিয়া সব টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে টুইট করেছিলেন৷ মালিয়া লিখেছিলেন, 'আমার সেটলমেন্ট অফার ও আমার প্রত্যর্পণ কী ভাবে এক করা হচ্ছে, বুঝতে পারছি না৷ আমি সব সময়ই বলছি, দয়া করে টাকাটি নিন৷ টাকা চুরি করেছি, এই তকমা দেওয়া বন্ধ করুন৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা মালিয়াকে, সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে