TRENDING:

শিনাকে প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল সৎ বোন বিধি

Last Updated:

শিনা বোরা হত্যা মামলায় সিবিআই-এর দায়ের করা চার্জশিটে, ফের একবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ শিনার সৎ বোন বিধি মুখোপাধ্যায়, ঘটনার এক বছর আগেই নাকি শিনাকে তাঁর প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিনা বোরা হত্যা মামলায় সিবিআই-এর দায়ের করা চার্জশিটে, ফের একবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ শিনার সৎ বোন বিধি মুখোপাধ্যায়, ঘটনার এক বছর আগেই নাকি শিনাকে তাঁর প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল ৷ জানা গিয়েছে, বিধি ২০১১ সালে একটি এসএমএস-এর মাধ্যমে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে সতর্ক করেছিল ৷ সিবিআই তরফে জানানো হয়েছে, বিধি ম্যাসেজটিতে লিখে পাঠায়, ‘মা কাউকে একটা নিজের রাস্তা থেকে সরাতে চাইছে ৷’ সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে ইন্দ্রাণী, শিনা ও রাহুলের সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না ৷ ইন্দ্রাণী ভয় পেয়েছিলেন তাদের বিয়ের পর, পিটার তাঁর সমস্ত সম্পত্তি শিনা ও রাহুলকে দিয়ে দেবেন ৷ তাই ইন্দ্রাণী তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীবের সাহায্য নিয়ে শিনাকে খুন করার চক্রান্ত করেন ৷
advertisement

শুক্রবার রাহুল সিবিআইকে জানায়, ২০১১ সালের নভেম্বর মাসে দেরাদুনে শিনার সঙ্গে তার এনগেজমেন্ট হয় ৷ তিনি আরও জানান, ২০০৮ সালেই শিনা তাকে জানিয়েছিল যে, সে ইন্দ্রাণীর মেয়ে ৷ রাহুল মুখোপাধ্যায়কে সিবিআই সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শুক্রবার ৷ দীর্ঘ ১২ ঘন্টা ধরে জেরা করা হয় তাকে ৷ সেই সময় রাহুল জানান, ২৪ এপ্রিল ইন্দ্রাণী শিনাকে দেখা করার জন্য ডেকে পাঠায় ৷ রাহুল নিজে তাকে ইন্দ্রাণীর গাড়ির সামনে ছেড়ে দিয়ে আসেন ৷ তখন সেখানে অভিযুক্ত শ্যাম রাইও উপস্থিত ছিল, বলে জানান তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
শিনাকে প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল সৎ বোন বিধি