TRENDING:

Vice President Election: ম্যাজিক ফিগার কত?উপরাষ্ট্রপতি নির্বাচনে কটি ভোট পেতে পারেন এনডিএ-র রাধাকৃষ্ণন, দেখুন হিসেব

Last Updated:

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র দাবি ছিল, তারা একাই ৩০০ পার করবে৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপি-কে থামতে হয়েছিল ২৪০-এ৷ লোকসভা নির্বাচনের ফলকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছিল ইন্ডিয়া জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার পর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি যে সিপি রাধাকৃষ্ণনই হতে চলেছেন, তা একরকম নিশ্চিত৷ এনডিএ প্রার্থীর জয় এখন খালি সময়ের অপেক্ষা৷ তবে শুধু জয় নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের মার্জিন যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে বিরোধীদের বার্তা দিতে চায় বিজেপি৷
এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি৷
এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি৷
advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র দাবি ছিল, তারা একাই ৩০০ পার করবে৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপি-কে থামতে হয়েছিল ২৪০-এ৷ লোকসভা নির্বাচনের ফলকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছিল ইন্ডিয়া জোট৷ তাই উপরাষ্ট্রপতি নির্বাচনেও জয়ের মার্জিন নিয়েই যাবতীয় মাথাব্যথা বিজেপি শীর্ষ নেতৃত্বের৷

শুধুমাত্র নিজেদের জোট সঙ্গী নয়, বিজেপি অথবা কংগ্রেস, কারও সঙ্গে কোনওরকম জোটে নেই যে দলগুলি, তাদের সমর্থন আদায়েরও চেষ্টায় আছে পদ্ম শিবির৷ একান্ত তা না হলে সেই দলগুলি যাতে ভোটদান থেকে বিরত থাকে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে খবর৷

advertisement

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে অঙ্কের হিসেবেও অনেকটা নিশ্চিন্ত বিজেপি নেতারা৷ ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস জানিয়ে দিয়েছে, তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানে বিরত থাকবে৷ বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটিআর এই সিদ্ধান্তের জন্য বিজেপি এবং কংগ্রেসকে সমান ভাবে দায়ী করেছেন৷ বিআরএস-এর সমর্থন না পেলেও অবশ্য সমস্যা বাড়বে না বিজেপি-র৷ বরং তাদের সুবিধাই হবে৷ কারণ বিআরএস-এর হাতে মাত্র চারজন সাংসদ রয়েছেন৷ ভোট দানে বিরত থাকায় সেই ভোট বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিও পাচ্ছেন না৷

advertisement

অন্যদিকে দক্ষিণের আর এক দল জগনের ওয়াইএসআর কংগ্রেস এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকেই সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে৷ জগনের দলের মোট ১১ জন সাংসদ রয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মঙ্গলবার ভোট দেবেন৷ ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনে ছাড়াও পাবেন দলের জেলবন্দি সাংসদ মিঠুন রেড্ডি৷

নবীন পট্টনায়কের দল ওড়িশার বিজু জনতা পার্টি (বিজেডি) অতীতে বহুক্ষেত্রেই সংসদে ভোটাভুটিতে বিজেপি-কে সমর্থন করেছে৷ কিন্তু ওড়িশায় বিজেপি-র কাছেই ক্ষমতা হারানোর পর সেই অবস্থান বদলেছে বিজেডি৷ সোমবার দলের সাংসদ সস্মিত পাত্র জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার তাদের সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবেন৷ বিজেডি-র মোট সাতজন সাংসদ রয়েছেন৷

advertisement

লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদ রয়েছেন যাঁরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন৷ বিজেডি এবং বিআরএস সাংসদরা ভোটদানে বিরত থাকলে সেই সংখ্যা কমে দাঁড়াবে ৭৭০-এ৷ ফলে উপরাষ্ট্রপতি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৩৮৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে৷

লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-র হাতে ৪০০-র বেশি সাংসদ রয়েছেন৷ এর বাইরে জগনের দলের ১১ জন সাংসদ এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট দেবেন৷ হিসেব অনুযায়ী ভোটদান হলে, এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৩৬টি ভোট পেতে পারেন৷ যেখানে ম্যাজিক ফিগার ৩৮৬৷ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর নৈতিক জয়ের যে খোঁটা বিরোধী শিবির দিয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরাট ব্যবধান জয়ের মধ্যে দিয়েই তার জবাব দিতে চান বিজেপি-র শীর্ষ নেতারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election: ম্যাজিক ফিগার কত?উপরাষ্ট্রপতি নির্বাচনে কটি ভোট পেতে পারেন এনডিএ-র রাধাকৃষ্ণন, দেখুন হিসেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল