TRENDING:

Vice President Election 2025: ধনখড়ের উত্তরসূরী কে হবেন? ভোট দিলেন মোদি, রাহুল, সোনিয়া.. উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে

Last Updated:

Vice President Election 2025: ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে সকাল ১০ টা থেকে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ইতিমধ‍্যেই প্রথম ভোটদাতা হিসেবে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন‍্য চলছে ভোটগ্রহণ। জগদীপ ধনখড়ের উত্তরসূরীকে হবেন? তা নির্ধারণ করতে চলেছেন লোকসভা এবং রাজ‍্যসভার সাংসদরা। ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে সকাল ১০ টা থেকে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ইতিমধ‍্যেই প্রথম ভোটদাতা হিসেবে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিয়েছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, নেতা রাহুল গান্ধির মতো একাধিক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা।
ধনখড়ের উত্তরসূরী কে হবেন? ভোট দিলেন মোদি, রাহুল, সোনিয়া.. উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে
ধনখড়ের উত্তরসূরী কে হবেন? ভোট দিলেন মোদি, রাহুল, সোনিয়া.. উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে
advertisement

উপরাষ্ট্রপতি পদের এনডিএ প্রার্থী হলেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট সমর্থিত ‘ইন্ডিয়া জোটের’ প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। মঙ্গলবারের নির্বাচন গ্রহণের শেষে হবে গণনা। তারপরেই জানা যাবে দুই প্রার্থীর মধ‍্যে কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি।

আরও পড়ুন: আজকের দিনেই ৯-৯-৯ এর অদ্ভুত সংযোগ! মঙ্গলের শুভ দিনে এই কাজ করলেই কাটবে জীবনের সব বাধা, জেনে নিন জ‍্যোতিষ টোটকা

advertisement

আরও পড়ুন: বাড়িতে বা বাড়ির আশপাশে থাকলে এখনই সরিয়ে ফেলুন! এই ৫ জিনিসই ‘ডেকে আনে’ সাপকে, ঘরে ঢুকে আসবে বিষধর

রাজ্যসভার জেনারেল সেক্রেটারি পিসি মোদি, তিনিই রিটার্নিং অফিসার, জানালেন ‘‘ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের রুম নং এফ-১০১, বসুধা কক্ষে ভোটগ্রহণ করা হবে।’’ সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ‍্যসভা। এর মধ‍্যে লোকসভর ৫৪৩ জন নির্বাচিত সাংসদ। এবং রাজ‍্যসভার ২৩৩ জন নির্বাচিত সাসদ, ১২ জন মনোনীত সাসংদ। রাজ‍্যসভায় ৬ টি খালি আসন রয়েছে। ফলে দুই সভা মিলিয়ে ৭৮১ জন সাংসদকে নিয়েই নির্বাচকমণ্ডলী তৈরি হওয়ার কথা । প্রসঙ্গত, বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল যেমন- বিজু জনতা দল (বিজেডি), ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং শিরোমণি আকালি দল (এসএডি)—অবস্থান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ৭৭০ জন সাংসদের ভোটের মাধ‍্যমে হবে উপরাষ্ট্রপতি নির্ধারণ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election 2025: ধনখড়ের উত্তরসূরী কে হবেন? ভোট দিলেন মোদি, রাহুল, সোনিয়া.. উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল