TRENDING:

‌নাগরিকত্ব বিলের প্রতিবাদ, পদ্মশ্রী ফিরিয়ে দিলেন মণিপুরী পরিচালক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মণিপুর: এ বার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তরপূর্বের চলচ্চিত্র মহলও। রবিবার তাঁকে দেওয়া কেন্দ্রের সর্বোচ্চ সম্মান ৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন মণিপুরের বিশিষ্ট চিত্রপরিচালক অরিবম শ্যাম শর্মা। ৮২ বছরের অরিবম এদিন ইম্ফলে নিজের বাড়িতেই এ কথা ঘোষণা করেন। ‘‌লামজা পরশুরাম’‌, ‘‌ইমাগি নিংথেম’‌, ‘‌দ্য চোজেন ওয়ান’‌–এর পরিচালক অরিবম ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন।
advertisement

অসমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া ইস্যুতে প্রথমে বিক্ষোভ শুরু হয় সেখানে। ক্রমে এই ইস্যুতে গত কয়েক মাস ধরে জ্বলে উঠেছে সারা উত্তরপূর্বাঞ্চল। হিন্দু ভোটার টানতে বিজেপির এই পদক্ষেপকে মুসলিমবিরোধী বলে সমালোচনা করেছেন বিদ্দ্বজ্জনেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

কেন্দ্র এবং অসমের বিজেপি সরকারকে বিপাকে ফেলে, যে সব পরিবারগুলির সদস্যরা ৮০–র দশকে অবৈধ শরণার্থী দমন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন সেই পরিবারগুলি ২০১৬ সালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দেওয়া পুরস্কার গত মাসেই ফেরানোর কথা ঘোষণা করেছিল। এধরনের ১২৫টি পরিবার মিছিলও করেছিল গুয়াহাটিতে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‌নাগরিকত্ব বিলের প্রতিবাদ, পদ্মশ্রী ফিরিয়ে দিলেন মণিপুরী পরিচালক