সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রোপওয়ের গন্ডোলা আকাশে দুলছে। দাবি করা হচ্ছে, প্রবল বাতাসের ঝাপটায় গন্ডোলা খুব বেশি নড়াচড়া করছে। আকাশে দুলতে থাকা গন্ডোলার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে Local-18-এর টিম রোপওয়ে পরিবহণ নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক্স ম্যানেজমেন্ট লিমিটেড (NHLML)-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।
advertisement
NHLML-এর কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাল ভিডিওতে যে সব দাবি করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে রোপওয়ে পরিবহণ ব্যবস্থার বিভিন্ন স্তরে পরীক্ষা চলছে এবং এটি সেফটি, সিকিউরিটি ও টেস্টিং প্রক্রিয়ারই একটি অংশ। কর্মকর্তাদের মতে, ভিডিও ভাল করে দেখলে স্পষ্ট বোঝা যায়, বাতাসের গতি ততটা বেশি নয় যতটা দেখিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। কারণ ফ্লাইওভারে লাগানো পতাকাগুলোও সেই গতিতে উড়ছে না, যে গতিতে গন্ডোলা দুলতে দেখা যাচ্ছে।
NHLML-এর কর্মকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক বাতাসের গতিতে রোপওয়ে পরিবহণে কোনও প্রভাব পড়বে না। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির বাতাসেও এটি সম্পূর্ণ নিরাপদভাবে পরিচালনা করা যায়। তবে ঝড়ের সময় রোপওয়ে পরিষেবা বন্ধ রাখা হবে। রোপওয়ের সমস্ত খুঁটিতে সেন্সর-ভিত্তিক অ্যালার্মিং সিস্টেম বসানো হয়েছে, যা পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কন্ট্রোল রুমকে সতর্ক করবে। সেই অবস্থায় কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখা হবে এবং যাত্রীদের স্টেশনেই নিরাপদে রাখা হবে।
আরও পড়ুন- হাওড়া থেকে বিশেষ রুটে ‘AC’ কোচ চালু করল রেল…! কোন রুটে এল বড় সুখবর? চমকে দেবে নাম!
উল্লেখ্য, বারাণসীতে ক্যান্ট থেকে গোদৌলিয়া পর্যন্ত ৮০৭ কোটি টাকা ব্যয়ে এই রোপওয়ে পরিবহণ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। ক্যান্ট থেকে রথযাত্রা পর্যন্ত স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে, গির্জাঘর ও গোদৌলিয়া স্টেশনের কাজ দ্রুতগতিতে চলছে। রোপওয়ে পরিবহণের কাজ শেষ হলে কাশি বিশ্বনাথ মন্দিরে যাওয়া আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে।
