জাতীয় গানের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই গানের সুর এবং কথা সবকিছুর ঊর্ধ্বে৷ তাঁর কথায়, ‘‘বন্দে মাতরম কোনও গান নয়, এটি একটি মন্ত্র৷’’ এই গানকে কালজয়ী শক্তি হিসাবে বর্ণনা করেন মোদি৷ জানান, এই সঙ্গীত দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রজন্মের মানুষকে একত্রিত করে৷ এই গানই ভারতের শক্তি ও বহুত্বের প্রতীক৷
advertisement
মোদি বলেন, ‘‘বন্দে মাতরম গানের মূল আবেগ হল ভারত, মা ভারতী…ভারত বারবার অতীতের বহু অত্যাচার সহ্য করেও বিশেষ রত্ন হিসাবে উদ্ভাবিত হয়েছে এবং অমরত্বের দিকে এগিয়েছে৷’’
এমনকি, ১৯৩৭ সালে এই গানের বিশেষ কিছু স্তবক বেছে নেওয়ার জেরে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল বলে এদিন মন্তব্য করেন মোদি, জানান, সেই সিদ্ধান্তেই ভবিষ্যতের দেশভাগের বীজ রোপণ করা হয়েছিল৷
মোদি বলেন, ‘‘সেই স্তবক বেছে নেওয়ার ঘটনা গানের আত্মা এবং গুরুত্ব হারিয়ে যায়, এই বিভেদের বীজই দেশভাগের দিকে দেশকে এগিয়ে দেয়৷’’ সেই একই বিভেদমূলক মনোভাব এখনও দেশের কাছে ‘চ্যালেঞ্জ’ বলে মনে করেন তিনি৷ প্রসঙ্গত, ১৯৩৭ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে এই গান থেকে বিশেষ স্তবক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে বিজেপি।
