TRENDING:

Vande Mataram 150 years Celebration: ‘বন্দে মাতরম গান নয়, একটা মন্ত্র..,’ প্রধানমন্ত্রী মোদির হাতেই শুরু বর্ষব্যাপী ১৫০ বছর পূর্তি উদযাপন

Last Updated:

মোদি বলেন, ‘‘বন্দে মাতরম গানের মূল আবেগ হল ভারত, মা ভারতী...ভারত বারবার অতীতের বহু অত্যাচার সহ্য করেও বিশেষ রত্ন হিসাবে উদ্ভাবিত হয়েছে এবং অমরত্বের দিকে এগিয়েছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শুক্রবার নয়াদিল্লি থেকে ‘বন্দে মাতরম’ জাতীয় গানের সার্ধশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন এই উপলক্ষে একটি স্ট্যাম্প এবং মুদ্রার প্রকাশ করেন তিনি৷ মোদি বলেন, ‘‘ভারতের ঐক্যের প্রকৃত প্রতীক বন্দে ভারতম৷ বহু প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে৷ বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগাবে, ভারতবাসীকে নতুন ভাবে উদ্বুদ্ধ করবে৷
News18
News18
advertisement

জাতীয় গানের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই গানের সুর এবং কথা সবকিছুর ঊর্ধ্বে৷ তাঁর কথায়, ‘‘বন্দে মাতরম কোনও গান নয়, এটি একটি মন্ত্র৷’’ এই গানকে কালজয়ী শক্তি হিসাবে বর্ণনা করেন মোদি৷ জানান, এই সঙ্গীত দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রজন্মের মানুষকে একত্রিত করে৷ এই গানই ভারতের শক্তি ও বহুত্বের প্রতীক৷

advertisement

আরও পড়ুন: বাসস্ট্যান্ড, রেল স্টেশন চত্বরে থাকবে না কোনও পথকুকুর! খাওয়ানো যাবে না যেখানে সেখানে, এল সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

মোদি বলেন, ‘‘বন্দে মাতরম গানের মূল আবেগ হল ভারত, মা ভারতী…ভারত বারবার অতীতের বহু অত্যাচার সহ্য করেও বিশেষ রত্ন হিসাবে উদ্ভাবিত হয়েছে এবং অমরত্বের দিকে এগিয়েছে৷’’

এমনকি, ১৯৩৭ সালে এই গানের বিশেষ কিছু স্তবক বেছে নেওয়ার জেরে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল বলে এদিন মন্তব্য করেন মোদি, জানান, সেই সিদ্ধান্তেই ভবিষ্যতের দেশভাগের বীজ রোপণ করা হয়েছিল৷

advertisement

আরও পড়ুন: কারিগরি ত্রুটি, দিল্লি বিমানবন্দরে দেরি ১০০টিরও বেশি ফ্লাইট! বিমান সংস্থাগুলির বিজ্ঞপ্তি জারি 

সেরা ভিডিও

আরও দেখুন
আদিবাসীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা! সেরার শিরোপা পেতে ৬৫টি দলের লড়াই
আরও দেখুন

মোদি বলেন, ‘‘সেই স্তবক বেছে নেওয়ার ঘটনা গানের আত্মা এবং গুরুত্ব হারিয়ে যায়, এই বিভেদের বীজই দেশভাগের দিকে দেশকে এগিয়ে দেয়৷’’ সেই একই বিভেদমূলক মনোভাব এখনও দেশের কাছে ‘চ্যালেঞ্জ’ বলে মনে করেন তিনি৷ প্রসঙ্গত, ১৯৩৭ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে এই গান থেকে বিশেষ স্তবক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vande Mataram 150 years Celebration: ‘বন্দে মাতরম গান নয়, একটা মন্ত্র..,’ প্রধানমন্ত্রী মোদির হাতেই শুরু বর্ষব্যাপী ১৫০ বছর পূর্তি উদযাপন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল